কালাই

কালাইয়ে যানজট নিরসনে মাঠে নেমেছেন ইউএনও

ডেস্ক রিপোর্ট:

 জয়পুরহাটের কালাই পৌর শহরের যানজট নিরসনে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে ঘন্টাব্যাপী অবস্থান নিয়ে কালাই বাসস্ট্যান্ডে রাস্তার দুপাশে সিএনজি, অটোরিকশা,অটোভ্যান ও ফুটপাত দখল করে ব্যবসায়ীদের সরিয়ে যেতে বলা হয়।  

পৌর শহরের সদর রোডে যানজট সৃষ্টির কারনে  সাধারণ মানুষের জনদুর্ভোগের কথা ভেবে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত ও কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা যানজট নিরসনের জন্য শৃঙ্খলা আনতে বিভিন্ন নির্দেশনা দেন। এসময় সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন সুন্দর শহর বির্নিমানে সহযোগিতা চেয়েছেন।

ইউএনও জানান, নির্ধারিত সিএনজি স্ট্যান্ড না থাকায় শহরের সড়কে দু’পাশে সিএনজি অটোরিকশা সারিবদ্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আব্দুন নুর নাহিদ।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় ডেইলি জয়পুরহাট-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *