আন্তর্জাতিক

আইসিজে’র রায় আইনের শাসনের বিজয় : দক্ষিণ আফ্রিকা

ডেস্ক রিপোর্ট: গাজায় সামরিক অভিযানের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) কর্তৃক ইসরায়েলের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা জারির অনুরোধের পক্ষে রায় দেওয়ার পরে শুক্রবার (২৬ জানুয়ারি) ওই রায়কে ‘আইনের শাসনের বিজয়’ বলে অভিহিত করেছে দক্ষিণ আফ্রিকা।

রয়টার্স জানিয়েছে, আইসিজে শুক্রবার এক রায়ে ইসরায়েলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা রোধ করতে এবং বেসামরিকদের সাহায্য করার জন্য আরও কিছু করার নির্দেশ দিয়েছেন।

তবে, গাজায় গণহত্যার বিষয়ে দক্ষিণ আফ্রিকার করা মামলার মূল বিষয়ে এখনও রায় দেননি ওই আদালত।

এদিকে, দক্ষিণ আফ্রিকার অভিযোগকে ‘মিথ্যা’ এবং ‘বিকৃত’ বলে অভিহিত করেছে ইসরায়েল।

দেশটির কর্তৃপক্ষ বলেছে, তারা বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে সর্বোচ্চ চেষ্টা করে।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘আজকে আন্তর্জাতিক আইনের শাসনের বিজয় সূচিত হয়েছে এবং এই দিনটি ফিলিস্তিনি জনগণের জন্য ন্যায়বিচারের সন্ধানে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত হয়ে থাকবে।’

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দক্ষিণ আফ্রিকা আন্তরিকভাবে আশা করে যে, ওই আদেশের প্রয়োগকে এড়িয়ে যাওয়ার মতো কাজ করবে না ইসরায়েল। দেশটি আইসিজের আদেশ সম্পূর্ণরূপে মেনে চলার জন্য কাজ করবে, যেমন এটি করতে বাধ্য।’

বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনিদের অধিকার রক্ষার জন্য বৈশ্বিক প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *