আন্তর্জাতিক

ইসলামিক আইনকে অসাংবিধানিক ঘোষণা করলেন মালয়েশিয়ার শীর্ষ আদালত

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার কেলান্তান রাজ্য দ্বারা প্রণীত এক ডজনেরও বেশি ইসলামিক আইনকে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) অসাংবিধানিক ঘোষণা করেছেন দেশটির শীর্ষ আদালত।

রয়টার্স জানিয়েছে, মালয়েশিয়ায় ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি মুসলিমদের জন্য প্রযোজ্য ইসলামিক ফৌজদারি এবং পারিবারিক আইনসহ দ্বৈত আইনি ব্যবস্থা রয়েছে।

নয় সদস্যের ফেডারেল কোর্ট কেলান্তানের শরিয়া ফৌজদারি কোডের ১৬টি আইনকে অকার্যকর এবং অবৈধ ঘোষণা করেছে, যার মধ্যে যৌনতা, জুয়া, যৌন হয়রানি এবং উপাসনালয়ের অপবিত্রতাকে অপরাধীকরণের বিধান রয়েছে।

রায় প্রদানকালে প্রধান বিচারপতি তেংকু মাইমুন তুয়ান মাত বলেন, ‘উত্তর-পূর্ব রাজ্যের আইন প্রণয়নের কোনও কর্তৃত্ব নেই, বরং বিষয়টি সংসদের আইন প্রণয়নের ক্ষমতার আওতায় পড়ে। এই বিধানগুলোর সারমর্ম হলো, ফেডারেল তালিকার অধীনের এই বিষয়গুলো শুধুমাত্র সংসদের করার ক্ষমতা আছে।’

সাংবিধানিক চ্যালেঞ্জটি একজন কেলান্তানিজ আইনজীবী এবং তার মেয়ে দায়ের করেছিলেন।

এই রায় কিছু রক্ষণশীল মুসলিম গোষ্ঠীর মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে, যারা আশঙ্কা করছেন এই চ্যালেঞ্জ ইসলাম বা মালয়েশিয়ার শরিয়া আদালতকে দুর্বল করতে পারে।

রায়ের পরে মালয়েশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী মোহাম্মদ নাঈম মোখতার এক বিবৃতিতে বলেছেন, ‘সরকারের ইসলামী কর্তৃপক্ষ শরিয়া আদালতকে শক্তিশালী করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেবে।’

মালয়েশিয়াভিত্তিক টেলরস ইউনিভার্সিটির আইনের অধ্যাপক নিক আহমেদ কামাল নিক মাহমুদ বলেছেন, ‘ইসলামী আইনের উপর বিদ্যমান রাজ্যগুলোর এখতিয়ার পুনর্বিবেচনা এবং পুনর্বিবেচনা করার প্রয়োজন আছে। শরিয়া এবং ফৌজদারি আইনের মধ্যে দ্বন্দ্ব এড়াতে মালয়েশিয়ার সংবিধান সংশোধন করা উচিত।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *