আন্তর্জাতিক

‘অগ্নিনিরাপত্তায় অর্থনৈতিক অঞ্চলে হবে ফায়ার স্টেশন’

ডেস্ক রিপোর্ট: অগ্নিনিরাপত্তায় দেশের সব অর্থনৈতিক অঞ্চলে তৈরি করা হবে ফায়ার স্টেশন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, অগ্নিকাণ্ড প্রতিরোধে দেশের প্রত্যেক উপজেলায় ফায়ার স্টেশনের কাজ চলমান রয়েছে। সেই সঙ্গে দেশের সব অর্থনৈতিক অঞ্চলে ফায়ার সার্ভিস স্টেশন তৈরি করা হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, আগুন লাগার দুইটা জায়গায় আমাদের দুর্বলতা আছে। প্রথম কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দ্বিতীয় বৈদ্যুতিক ক্যাবলের মান ভালো না থাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

সালমান এফ রহমান বলেন, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে নতুন আইন করছি সেটা হল বাংলাদেশ বিল্ডিং কোড। আইন অনুযায়ী রেগুলাটরি অথরিটি তৈরি হবে; সেটা এখন হয় নাই। আমরা দ্রুত করার চেষ্টা করবো। এটা হয়ে গেলে প্রতিরোধমূলক কাজগুলো ওই রেগুলেটরি অথরিটির মাধ্যমে করবো। ফলে অগ্নিকাণ্ডের ঘটনা কমে আসবে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *