চোট কাটিয়ে আবারও মাঠে ফিরছেন হার্দিক
ডেস্ক রিপোর্ট: গত বছর নিজ দেশে বিশ্বকাপ চলাকালীন পায়ের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। গত প্রায় দুই মাস ধরে নিজের ফিটনেস ও ফর্ম ফিরে পাওয়ার জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছেন। অবশেষে ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি কাপের মাধ্যমে আবারও মাঠে দেখা যাবে সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে।
পুনর্বাসন প্রক্রিয়া শেষ করার পর তিন সপ্তাহ আগে বরোদায় তিনি পুনরায় প্রশিক্ষণ শুরু করেন। গত সপ্তাহে আলুরে ন্যাশনাল ক্রিকেট একাডেমী (এনসিএ) আয়োজিত তিনটি প্রস্তুতিমূলক টি-টোয়েন্টিতে ঋষভ পন্তের সঙ্গে তিনি মাঠে নেমেছিলেন। সেই ম্যাচগুলোয় ব্যাটিং ও বোলিং করেছেন এবং ঠিক তার পরেই ডিওয়াই পাটিল টুর্নামেন্টে খেলার জন্য বোর্ডের পক্ষ থেকে অনাপত্তিপত্র পান।
২২ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলের আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক-মৌসুম দলে যোগ দেওয়ার কথা আছে হার্দিকের। তার আগে চূড়ান্ত ফিটনেস মূল্যায়নের জন্য মার্চের শুরুতে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ফিরে যাবেন এই অলরাউন্ডার।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।