খেলার খবর

আর্জেন্টিনার জালে ব্রাজিলের পাঁচ 

ডেস্ক রিপোর্ট: ফুটবল মাঠের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিপূর্ণ দ্বৈরথ? উত্তরটা অনেকেরই সঙ্গেই হয়তো মিলবে। ব্রাজিল-আর্জেন্টিনা। প্রতিযোগিতা যেমনই হোক, পুরুষ, নারী কিংবা বীচ ফুটবল, এই দুই দলের ম্যাচ নিয়ে যেন সবসময়ই থাকে বাড়তি আকর্ষণ। 

পুরুষ জাতীয় দলের ফুটবলে সবশেষ এই দুই দলের দেখায় জয় পেয়েছে আর্জেন্টিনা। সেই ম্যাচ বাদেও সময়টা যেন ভালো যাচ্ছে না ভিনিসিউস-অ্যালিসনদের। তবে নারীরা দেখল সফলতার মুখ। এক বা দুই নয় আর্জেন্টিনার জালে গুনে গুনে পাঁচবার বল জড়ায় সেলেসাওদের নারী দলটি। ব্রাজিলের বিশাল ব্যবধানে এই জয়টা এসেছে ২০২৪ নারী কনকাকাফ গোল্ড কাপে। সেখানে কোয়ার্টার ফাইনালের ম্যাচে আর্জেন্টিনাকে ৫-১ গোলে হারিয়ে সেমিতে পৌঁছেছে ব্রাজিল। 

উল্লেখ্য, নারী কনকাকাফ গোল্ড কাপের এটিই প্রথম আসর। যেটি গড়াচ্ছে যুক্তরাষ্ট্রের মাঠে। 

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বিএমও স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বেশ দাপুটে ফুটবল খেলতে থাকে ব্রাজিল নারী দল। ১৯তম মিনিটে ভিক্টরিয়া ইয়াইয়ার গোলে এগিয়ে যায় ব্রাজিল। পরে ৩৬তম মিনিটে এসে ব্যবধান দ্বিগুণ করেন ইয়াসমিম। 

পরে দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোলের দেখা পায় ব্রাজিল। যার মধ্যে দুটি এসেছে ১০ নম্বর জার্সিধারি মিডফিল্ডার বিয়া জানেরাতোর পা থেকে, বাকি একটি করেন গাবি নুনেস। পুরো ম্যাচে মলিন আর্জেন্টিনা দলের হয়ে ম্যাচের শেষ দিকে এসে একমাত্র গোলটি করেন সেলেস্তে দোস সান্তোস।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *