বিনোদন

বিজেপিতে যোগ দিলেন অনুরাধা পাড়োয়াল

ডেস্ক রিপোর্টঃ ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগদান করলেন দেশটির প্রখ্যাত কণ্ঠশিল্পী অনুরাধা পাড়োয়াল।

এদিকে, শনিবার (১৬ মার্চ) দুপুরে নির্বাচনের তারিখ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। এর ঠিক আগেই বিজেপির দপ্তরে পৌঁছে অনুরাধা যোগ দেন পদ্ম শিবিরে।

নব্বইয়ের দশকে ভক্তিমূলক গান গেয়ে খ্যাতি পেয়েছিলেন অনুরাধা। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন ভজনও গেয়েছিলেন তিনি। বহু হিন্দি ছবিতেও গান গেয়েছেন তিনি।

শনিবার বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘আমি ভীষণ খুশি। কারণ, যে দলে যোগ দিচ্ছি, সনাতন ধর্মের সঙ্গে তাদের সম্পর্ক গভীর। আমার সৌভাগ্য যে, বিজেপিতে যোগ দিচ্ছি।’

লোকসভা নির্বাচনের আগে যোগ দিলেন বিজেপিতে। তাহলে কি আসন্ন নির্বাচনে প্রার্থী হতে চলেছেন? এমন প্রশ্নের জবাবে অনুরাধা বলেন, ‘আমি জানি না। দল যে পরামর্শ দেবে, সেটাই মানবো ।’

উল্লেখ্য, কর্নাটকের কোঙ্কনি পরিবারে ১৯৫২ সালে জন্ম অনুরাধার। ১৯৭৩ সালে তার গানের ক্যারিয়ার শুরু।

‘অভিমান’ ছবিতে সংস্কৃতে একটি শ্লোক গেয়েছিলেন তিনি। ওই বছরই মারাঠি সিনেমায় গাইতে শুরু করেন তিনি। ছবির পাশাপাশি ভক্তিমূলখ গান, ভজনও গেয়েছেন তিনি।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *