খেলার খবর

ডিপিএলে নেমেই ফাইফার মাশরাফির 

ডেস্ক রিপোর্ট: ক্রিকেটার, সংসদ সদস্য ছাড়াও মাশরাফি বিন মুর্তজার পরিচয়ে যুক্ত হয়েছে আরও এক নাম। জাতীয় সংসদের হুইপ। এতেই বিপিএলে এবারের আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে কেবল পাঁচ ম্যাচে খেলেন তিনি। যেখানে বল করেছেন তিন ম্যাচে। সবশেষ উইকেটটা পেয়েছিলেন আসরের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে। 

বিপিএলে পাঁচ ম্যাচ পরেই সংসদ সদস্য ও হুইপের দায়িত্ব পালনে মাঠের খেলা থেকে বিরতি নেন মাশরাফি। সেখান থেকে ফিরলেন ডিপিএলে। লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে শুরুতে থাকলেও গাজী গ্রুপের বিপক্ষে আজকের ম্যাচে নেমেই দুর্দান্ত বোলিং করলেন এই ডানহাতি পেসার। আসরের চতুর্থ রাউন্ডে এসে নিজের প্রথম ম্যাচেই তুলে নিলেন ফাইফার। 

এদিন ৮ ওভার বলে স্রেফ ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন মাশরাফি। এতেই গাজী গ্রুপ গুটিয়ে যায় কেবল ১৩৬ রানেই। 

লিস্ট এ ক্যারিয়ারে এ নিয়ে অষ্টমবারের মতো ফাইফার পেলেন মাশরাফি। ম্যাচে নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নেন তিনি। সেখানে ফেরান প্রতিপক্ষ দলের উইকেটরক্ষক ব্যাটার প্রীতম কুমারকে। পরের সাজঘরে ফিরিয়েছেন আরও চার ব্যাটারকে। 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *