বিনোদন

ঈদ মাতাবে চর্তুভুজ প্রেমের ছবি ‘মায়া : দ্য লাভ’

ডেস্ক রিপোর্টঃ ঈদুল ফিতরে মুক্তির মিছিলে যুক্ত হলো আরও এক সিনেমা। নাম ‘মায়া : দ্য লাভ’। গতকাল এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হলো ছবিটির ট্রেলার। তাতে দেখা গেল, প্রতিটি ফ্রেমে জনপ্রিয় তারকার সমাহার।

এতোদিন তো ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে অনেক ছবির কথা শুনেছেন সবাই। কিন্তু এই ‘মায়া : দ্য লাভ’ যেন চর্তুভুজ প্রেমের গল্প! এতে অভিনয় করেছেন সাইমন সাদিক, শবনম বুবলী, জিয়াউল রোশান ও আনিসুর রহমান মিলনের মতো জনপ্রিয় তারকারা। এক বুবলীর জীবনে বিভিন্ন পর্যায়ে আসেন রোশান, সাইমন ও আনিসুর রহমান মিলন। কিন্তু একটা পর্যায়ে তো জীবন মুখোমুখি হয় হারানো জীবনের। আর তাতেই বাঁধে তুমুল দ্বন্দ্ব।

‘মায়া : দ্য লাভ’-এর পোস্টার

একেবারে ঈদের ছবি যেমন জমজমাট গল্প, অ্যাকশন, নাচে-গানে ভরপুর হওয়া উচিত, তেমনটিই দেখা গেল ‘মায়া : দ্য লাভ’-এর ট্রেলারে। সিনেমাটির অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, বড়দা মিঠু, রেবেকা রউফ, চিকন আলী, রাশেদা চৌধুরী, শম্পা নিজাম, সোহেল রশিদ, শিবলী, অরিন, বাদল, ববি, জ্যাকি আলমগীর, সীমান্ত, ইভা, আকলিমা আঁখি প্রমুখ।

এরই মধ্যে সিনেমাটির প্রচারণা শুরু হয়েছে। গানের পর এলো সিনেমাটির ট্রেলার। পরিচালক জসিম উদ্দিন জাকির বলেন, ‘ঈদের সিনেমা নিয়ে বরাবরই দর্শকদের আগ্রহ বেশি। তাই আমরা ঈদকে টার্গেট করে সিনেমাটি নির্মাণ করেছি। আমি চেষ্টা করেছি এ সময়ে দর্শকদের কথা মাথায় রেখে সুন্দর একটি গল্প উপহার দিতে। আশা করি, প্রেক্ষাগৃহে গিয়ে কেউ নিরাশ হবে না।’

বুবলী ও সাইমন

সাইমন সাদিক বলেন, ‘আপনারা আমাদের মায়ায় ভাসাবেন, মায়ায় জড়াবেন। এবার ঈদে যতগুলো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সব সিনেমার জন্য আমার মায়া এবং ভালোবাসা। সবাইকে অনুরোধ করব প্রেক্ষাগৃহে গিয়ে আমাদের সিনেমাটি দেখুন।’

বুবলী বলেন, ‘ভালোবাসার চেয়েও শক্তিশালী হচ্ছে মায়া। অনেক সময় ভালোবাসা কমে এবং বাড়ে। কিন্তু মায়া কখনো কমে না। এই সিনেমার ক্ষেত্রে তেমনটাই হবে আশা করছি। সাধারণত দেখা যায় দুই নায়কের সঙ্গে এক নায়িকার সিনেমা হয়। কিন্তু এই সিনেমায় তিনজন নায়ক পেয়েছি। এটা নিঃসন্দেহে দারুণ ব্যাপার। সহশিল্পী হিসেবে তিনজনই অসাধারণ। আশা করছি, দর্শক সিনেমাটি উপভোগ করবেন।’

জিয়াউল রোশান

রোশান বলেন, ‘এ পর্যন্ত যতগুলো সিনেমাতে কাজ করেছি সবগুলোই অ্যাকশন ঘরানার। কিন্তু এটি পুরোপুরি প্রেমের। বিশ্বাস-অবিশ্বাসের দোলায় একটি ছেলে একটি মেয়ের সম্পর্কে তৈরি হয় জটিলতা। একটা পর্যায়ে ট্র্যাজেডিতে রূপ নেয় সেই প্রেম। বাকিটা জানতে প্রেক্ষাগৃহে যেতে হবে।’

দেশে না থাকার কারণে প্রচারণায় অংশ নিতে পারেনি সিনেমাটির আরেক অভিনেতা আনিসুর রহমান মিলন। দূর দেশ থেকে তিনি বলেন, ‘অনেক দিন পর ঈদে মুক্তি পেতে যাচ্ছে আমার সিনেমা। এসময় দেশে থাকতে পারলে খুবই ভালো লাগত। সবাইকে অনুরোধ করব প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার জন্য।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *