খেলার খবর

বান্দরবানে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: বান্দরবানের সাঙ্গু নদীর চরে খেলতে গিয়ে পানিতে ডুবে চিং মং উইন মারমা (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৫ এপ্রিল) বিকেলে বান্দরবান শহরের উজানী পাড়া এলাকার সাপলিকুম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চিং মং উইন মারমা বান্দরবান জেলা সদরের ৪নং ওয়ার্ড মধ্যম পাড়ার, কোকোচিং মারমা ছেলে।

স্থানীয়রা জানান, সাঙ্গু নদীর চরে কয়েক জন কিশোর ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে ক্রিকেট বলটি নদীতে চলে যায়। পরে তাদের মধ্যে একজন বলটি নদীর মধ্য থেকে সাঁতার কেটে আনতে গেলে হঠাৎ নদীতে তলিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজনের প্রচেষ্টার পর নদীতে তার মরদেহ ভেসে উঠে। পরে ঘটনাস্থল হতে উদ্ধার করে বান্দরবান হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

বান্দরবান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছিল।

সদর হাসপাতালে আবাসিক ডা. এসএম আসাদুল্লাহ বলেন, আজ বেলা সাড়ে তিনটার দিকে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়, কিশোরটিকে হাসপাতালে আনার আগেই মারা যায়।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *