সারাদেশ

দেশের মানুষ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: মঈন খান

ডেস্ক রিপোর্ট: বিএনপি ব্যর্থ হয়নি আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, অনেকেই বলে ২৮ অক্টোবরের পরে বিএনপি ব্যর্থ হয়েছে, আমি বলি কখনোই না ২৮ তারিখে ব্যর্থ হয়নি। আরও শক্তিশালী হয়েছে বিএনপি।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন গোটা জাতি। ভয়াবহ দৈত্য সমস্ত আক্রশ নিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের উপর নিপিড়ীন নির্যাতন চালাচ্ছে। ফ্যাসিবাদ যখন আক্রমণ করে তখন কেউ রেহাই পায়না।

তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। একটা রাষ্ট্র আছে বলে মনে হয়না। ভয়াবহ ফ্যাসিবাদ চলছে।

নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনে সংগ্রাম আরও বেগমান করবো। আন্দোলন আন্দোলন এবং আন্দোলনের মাধ্যমেই সরকারকে পরাজিত করতে হবে। আরও শক্তিশালীভাবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপি’র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগ দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিএনপি নেতা রিয়াজুদ্দিন নসু, কৃষক দলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল হাই সিকদার, শহীদুল ইসলাম, এম এ আজিজ, খুরশিদ আলম, এলাহি নেওয়াজ খান সাজু, সৈয়দ আবদাল আহমেদ, ইলিয়াস খান, মোস্তফা কামাল মজুমদার, ইলিয়াস হোসেন, রফিক মোহাম্মদ, বাছির জামাল, রাশেদুল হক প্রমুখ।

জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের সেক্রেটারি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার,সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় প্রচার-মিডিয়া সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরীর দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ড. ফখরুদ্দিন মানিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *