খেলার খবর

ভাল উইকেটে খেললে আমাদের স্ট্রাইক রেটে উন্নতি হবে: শান্ত

ডেস্ক রিপোর্ট: বর্তমানে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট হলো টি-টোয়েন্টি। অনেকে এমনটাও মনে করেন যে আগামী দিনে এই ফরম্যাটের উপর নির্ভর করেই আয়োজন করা হবে বেশি সংখ্যক টুর্নামেন্ট। কিন্তু এই ২০ ওভারের ক্রিকেটে যেন কিছুতেই নিজেদের পারফরম্যান্সের উন্নতি ঘটাতে পারছে না বাংলাদেশ। মাত্রই তো যুক্তরাষ্ট্রের মতো অনভিজ্ঞ দলের কাছেও সিরিজ হেরে গেল শান্ত-সাকিবরা।

ক্রিকেটের ক্ষুদ্রতর এই ফরম্যাটে ভাল খেলতে হলে অবশ্যই ভাল উইকেটে খেলতে হবে। কারণ টি-টোয়েন্টি হলো রানের খেলা, গতির খেলা। সেখানে স্লো উইকেটে খেলা অথবা প্রাকটিস করলে বড় মঞ্চে তা বেশ ভুগাবে, যার নজির সম্প্রতি বাংলাদেশের জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সম্প্রতি এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আগে আমাদের ভাল উইকেটে খেলতে হবে। বিষয়টা আপনাদের কাছে অজুহাত মনে হতে পারে। কিন্তু সত্যটা হচ্ছে আমরা খুব কম ম্যাচই ভাল উইকেটে খেলেছি।‘

ভাল উইকেটে খেললেও স্বল্প সময়ে নিজেদের পারফরম্যান্সে পরিবর্তন আনা সহজ নয়, এমনটাও বলেন শান্ত। এ প্রসঙ্গে ব্যাখা করলেন তিনি, ছয় মাসে পরিস্থিতিটা বদলে দেওয়াটা কঠিন। যদি আমরা ভাল উইকেটে টানা এক-দুই বছর খেলতে থাকি তাহলে আমাদের স্ট্রাইক রেটে উন্নতি আসবে।‘

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে সবচেয়ে অভিজ্ঞ বলতে এবার আছেন সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের দুইজনেরই সম্ভাব্য শেষ বিশ্বকাপ এটি। এই টুর্নামেন্টের পরই তারা অবসরের ঘোষণা দিবেন কিনা এ বিষয়ে ভাবছেন না শান্ত। এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত তারাই নিজেদের জন্য ভালটা বুঝবেন।

এ প্রসঙ্গে অধিনায়ক বলেন, ‘আমি অবশ্যই চাইব তারা বিশ্বকাপে খেলুক এবং নিজেদের সেরাটা ঢেলে দেক। তবে এটা তাদের সিদ্ধান্ত যে তারা কখন ক্যারিয়ার শেষ করবেন। কিন্তু আমি চাই, তারা যেন তাদের অভিজ্ঞতাটা দলের প্রত্যেকের সঙ্গে শেয়ার করেন।‘

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *