খেলার খবর

লেবাননের বিপক্ষে এবার জয়ের আশা দেখছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপ বাছাইপর্বের ‘আই’-গ্রুপে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ সেই ১ পয়েন্ট। গত নভেম্বরে লেবাননের বিপক্ষে এই কিংস অ্যারেনাতেই ১-১ গোলে ড্র করেছিল হাভিয়ের কাবরেরার দল। এবারের ম্যাচটি অ্যাওয়ে। হোম ম্যাচে ড্রয়ের পর এবার লেবানিজদের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। 

কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। 

সবশেষ ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। তবে এবার প্রতিপক্ষ যখন লেবানন কৌশলে অনেকটাই পরিবর্তন আনতে যাচ্ছে জামালরা। এবং লক্ষ্যটা থাছে জয়েই। এক ভিডিও বার্তায় লাল-সবুজ দলটির নিয়মিত অধিনায়ক জামাল বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচের কৌশল ছিল এক রকম, এবার লেবানন পুরোপুরি ভিন্ন দল। অনুশীলনে সে কারণে কিছুটা বদল আনতে হয়েছে। তবে কাল আমরা লেবাননের সঙ্গে জেতার জন্যই মাঠে নামব।’

হোম ম্যাচে সেই ড্রয়েই অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়েছে জামাল-মোরসালিনদের। এদিকে গ্রুপপর্বে এখন পর্যন্ত কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। শেষ ম্যাচেই তাই সেই খরা কাটানোর আশায় বাংলাদেশ দল। 

এদিকে লেবানন ফুটবলের অবস্থাটাও খুব একটা ভালো না। গত বছরে তারা কোচ বদল করেছে তিনবার। যা মোটেও ভালো কোনো লক্ষণ নয়। এতেই সেই দুর্বলতাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। লেবাননের কোচ প্রসঙ্গটা টেনেও তাই জামাল বলেন, ‘লেবানন গত এক বছরে তিনবারকোচ বদল করেছে। এটাকে তাদের বড় দুর্বলতা বলে মনে করি। কোচ বদল মানেই দলের অবস্থা অগোছালো। এবং তাদের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো নিয়েও আমরা আলোচনা করেছি।’ 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *