খেলার খবর

বিশ্বাস রাখছি লঙ্কানদের বিপক্ষে আমরা জিতব: রোহিত

ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপের এই নবম আসরের শুরু থেকেই চলেছে অঘটন। আইসিসির সহযোগী দলগুলো বড় দলগুলোর বিপক্ষে জয় তুলে আসরকে করে তুলে রোমাঞ্চকর। তাতেই অনুপ্রাণিত হয়ে এবার সেই রোমাঞ্চে নাম লেখাতে চায় নেপাল। শুরুর দুই ম্যাচে হেরে চাপে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিতে তাই অনেকটাই আশাবাদী নেপালের অধিনায়ক রোহিত পোডেল। 

নেদারল্যান্ডসের বিপক্ষে উত্তেজনাকর ম্যাচে হেরে আসরটা শুরু করেছে নেপাল। এদিকে আরেক দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা হেরে বসেছে তাদের আসরের দুটি ম্যাচেই। এতে সামনে চাপটা কার্যত নেপালের চেয়ে বেশি লঙ্কানদেরই। 

লডারহিলে আগামীকাল বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার দল দুটি। সেই ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কাকে হারাতে তার দল আশাবাদী কি-না এমন প্রশ্নের জবাবে রোহিত বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। এই বিশ্বকাপে সহযোগী দলগুলো হারাচ্ছে টেস্ট খেলুড়ে দেশগুলোকে। এটা আমাদের জন্য অনুপ্রেরণার। বিশেষ করে আগামীকালের জন্য। দল হিসেবে তাই বিশ্বাস রাখছি, আগামীকালের ম্যাচটা আমরা জিতব।’  

প্রোটিয়াদের বিপক্ষে হারের পর বাংলাদেশের কাছে হেরে আসর থেকে এখন বিদায় নেওয়ার অপেক্ষায় লঙ্কানরা। হাসারাঙ্গা-মেন্ডিসদের সেই চাপটাকে কাজে লাগিয়েই জয় তুলতে চায় নেপাল। সেই প্রসঙ্গ টেনে রোহিত বলেন, ‘এই আসরে অনেক উত্থান-পতন হয়েছে। তাই দল বিশ্বাস করে, আমাদের চেয়ে বেশি চাপ টেস্ট খেলুড়ে দেশের ওপর। আমরা চাপটা কাজে লাগাতে চাই। কালকের ম্যাচটা আমরা জিততে চাই…আমি মনে করি, শ্রীলঙ্কা দল আমাদের চেয়ে বেশি চাপে থাকবে।’ 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *