আন্তর্জাতিক

প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-ওমান

ডেস্ক রিপোর্ট: নিজেদের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার খেলছে ওমান। আগের দুবারও গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে তারা। এবারও তারা হাঁটছে সেই পথেই। গ্রুপ ‘বি’-তে নিজেদের শুরুর তিন ম্যাচের তিনটিতেই হেরেছে পশ্চিম এশিয়ার দলটি। কার্যত তাদের বিশ্বকাপ যাত্রা শেষ আজকেই। গ্রুপপর্বে তাদের শেষ ইংল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি জিতলেও পয়েন্ট টেবিলে আসবে না কোনো পরিবর্তন। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু ম্যাচ ম্যাচটি। 

ইংল্যান্ডের বিপক্ষে যেকোনো ফরম্যাটে এবারই প্রথম কোনো ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ওমান। এদিকে বর্তমান চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর তারা হেরেছে অজিদের বিপক্ষে। এতেই তাদের সুপার এইটের জায়গা নিশ্চিতে জয় ছাড়াও নজর রাখতে হবে রান রেটে। 

স্কটল্যান্ড ওমানের বিপক্ষে ৪১ বল হাতে রেখে জিতে নেট রান রেটটাকে রীতিমতো আকাশেই তুলে দিয়েছে। ২.১৬৪ এখন তাদের নেট রান রেট। ওদিকে ইংল্যান্ড আছে -১.৮ নেট রান রেট নিয়ে। 

এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে ইংল্যান্ডের খেলার সমীকরণ বেশ হতাশ। এর আগে এমন ১১ ম্যাচের আটটিতেই হেরেছে ইংলিশরা। এদিকে আইসিসির সহযোগী দেশের সঙ্গে সবশেষ চার ম্যাচের একটিতেও জিতেনি তারা। অবশ্য দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। 

ইংল্যান্ড-ওমান ম্যাচটি হবে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। এই মাঠেও প্রথমবারের মতো কোনো ম্যাচ খেলতে যাচ্ছে দল দুটি। 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *