খেলার খবর

যেমন হতে পারে ইউরো ও কোপা ফাইনালের একাদশ

ডেস্ক রিপোর্ট: কয়েক ঘন্টার ব্যবধানেই ফুটবল বিশ্ব পেতে যাচ্ছে দুই মহাদেশীয় চ্যাম্পিয়নদের। উয়েফা ইউরোর ফাইনালে সোমবার রাত ১ টায় জার্মানির মাঠে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও স্পেন। অপরদিকে কোপা আমেরিকার ফাইনালে ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের মাঠে নামছে আর্জেন্টিনা ও কলম্বিয়া।

ইউরোর ফাইনালে দর্শকরা অপেক্ষা করছেন ইংলিশদের শিরোপা খরা কাটানো কিংবা স্পেনের ইতিহাস গড়তে দেখার। অপরদিকে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার সমর্থকরা আছেন টানা দ্বিতীয় শিরোপা তুলে ধরার অপেক্ষায়, পথের কাঁটা হিসেবে আছে কলম্বিয়া।

টানা দ্বিতীয় ইউরোর ফাইনালে এবারের ফেভারিট স্পেনের বিপক্ষে নিজেদের সেরাটা নিয়েই মাঠে নামবে গ্যারেথ সাউথগেটের দল। অপরদিকে আসরের একমাত্র দল হিসেবে চারটি শিরোপা নিজেদের নামে করে নেওয়ার মিশনে সেমিফাইনালের একাদশ নিয়েই মাঠে নামবে লুইস দে লা ফিয়েন্তের শিষ্যরা।

ইংল্যান্ড একাদশঃ জর্ডান পিকফোর্ড, কাইল ওয়াকার, জন স্টোন্স, মার্ক গেহি, বুকায়ো সাকা, ডেক্লান রাইস, লুক শ, কোবি মাইনু, জুড বেলিংহ্যাম, ফিল ফোডেন, হ্যারি কেইন

স্পেন একাদশঃ উনাই সিমন, দানি কারভাহাল, লে নরমান্দ, লাপোর্তে, কুকুরেয়া, রুইজ, দানি অলমো, রদ্রি, লামিনে ইয়ামাল, আলভারো মোরাতা, নিকো ইউলিয়ামস

কোপা আমেরিকার মঞ্চে নিজের দ্বিতীয় শিরোপা তুলে ধরতে সেরা দলতা নিয়েই মাঠে নামবেন মেসি। অপরদিকে দীর্ঘ ২৩ বছর পর কোপার ফাইনালে উঠে খালি হাতে ফেরত যেতে চায় না কলম্বিয়া, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না তারা।

আর্জেন্টিনা একাদশঃ এমি মার্টিনেজ, মন্তিয়েল, রোমেরো, লিসান্দ্র/ওতামেন্দি, তালিয়াফিকো, ডি পল, এনজো/পেরেদেস, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, আলভারেজ, ডি মারিয়া

কলম্বিয়া একাদশঃ কামিলো ভারগাস, সান্তিয়াগো আরিয়াস, দাভিনসন সানচেজ, কার্লোস কুয়েস্তা, ইয়োহান মহিকা, রিচার্ড রিওস, জেফারসন লারমা, জন আরিয়াস, জেমস রদ্রিগেজ, জন করদোবা, লুইস ডিয়াজ

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *