বিরাট সত্যিই ঈশ্বরের সন্তান: আনুশকা
ডেস্ক রিপোর্ট: কলকাতার ইডেন গার্ডেনসে ২০০৯ সালের ২৪ ডিসেম্বর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন বিরাট কোহলি। গত ৫ নভেম্বর, সেই নন্দনকাননেই জন্মদিনে ছুঁলেন শচীনের ৪৯টি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড। সেখান থেকে শচীনকে ছাড়িয়ে যেতে নিলেন কেবল ১০ দিন। তাও আবার শচীনের হোম গ্রাউন্ড ওয়াংখেড়েতে।
এর আগে নিজের তিন বিশ্বকাপ সেমি-ফাইনাল মিলিয়ে যেখানে করেছিলেন মোটে ১১, সেই জুজু কাটিয়ে এদিন করলেন ১১৭ রান। ওয়াংখেড়েতে এমন ইতিহাসের সাক্ষী হতে ছিলেন বলিউডের সব তারকার। এর মধ্যে ছিলেন খোদ বিরাটের স্ত্রী, আনুশকা শর্মা। বিরাটের সাফল্য হোক বা ব্যর্থতা, তাকে গ্যালারিতে দেখা যায় সবসময়ই। সম্ভাব্য দ্বিতীয় সন্তানের মা হতে যাওয়া আনুশকা, বিরাটের এই মাইলফলক ছোঁয়ার সময় গ্যালারি থেকে করেছেন বাঁধভাঙ্গা উল্লাস, দিয়েছেন অসংখ্য উড়ন্ত চুমু।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমেও মেতেছেন বিরাটের প্রশংসায়। তার মতে, বিরাট যেন সত্যিই ঈশ্বরের সন্তান। নিজের ইনস্টাগ্রাম স্টোরিসে আনুশকা লিখেন, “ঈশ্বর হলেন সেরা চিত্রনাট্যকার। তোমার (বিরাটের) ভালবাসা দিয়ে আমাকে আশীর্বাদ করার জন্য, তোমার কাছে সম্পূর্ণ কৃতজ্ঞ। তোমাকে নিজ শক্তিতে বেড়ে উঠতে দেখা, যা অর্জন করার ইচ্ছা তা পেতে দেখা এবং খেলাধুলার প্রতি সবসময় সৎ থাকা। তুমি সত্যিই ঈশ্বরের সন্তান।”
ওয়ানডে বিশ্বকাপের নক-আউটে কিউইদের বিপক্ষে ভারতের আগের স্মৃতি মোটেও সুখকর ছিল না। তবে গতকালের ম্যাচ যেন পাল্টে দিল সব। ফাইনালের পৌঁছানোর এই ম্যাচে বিরাট করেছেন ১১৩ বলে ১১৭ রান।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।