দেশে ফিরেই নিজ গ্রাম মাগুরায় গেলেন সাকিব
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের জন্য আজ একটি বিশেষ দিন, আজ মহান বিজয় দিবস। এদিন আমেরিকা থেকে ফিরেই শেকড়ের টানে নিজ জন্মস্থানে গেলেন সাকিব আল হাসান। তার সাথে আছে জাতীয় দলের পেসার রুবেল হোসেনও।
ব্যক্তিগত ফেসবুক আইডিতে সাকিবের সঙ্গে একটি সেলফি পোস্ট করে রুবেল সবাইকে এই ব্যাপারটি নিশ্চিত করেছেন। ছবির শিরোনামে তিনি লিখেছেন, ‘মাগুরায় প্রিয় ভাইয়ের সাথে বিজয়ের দিনে বিজয়ের লক্ষ্য নিয়ে পথচলা।‘
বর্তমানে চোট সমস্যার কারণে বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে আছেন টাইগার অধিনায়ক। পুরোপুরি সেরে উঠতে আরও কিছুদিন সময় লাগবে তার।
আঙ্গুলের চিকিৎসার জন্য দেশের বাইরেও গিয়েছেন তিনি। সেখানে এক অনুষ্ঠানে নিজের শারীরিক অবস্থার সম্পর্কে জানান সাকিব, ‘ফিটনেস রিহ্যাভ, বিপিএলের আগে খুব বেশি অপশনও আমি দেখছি না। ইলেকশনও আছে, স্বাভাবিকভাবেই এদিকটাই আমি ব্যস্ত থাকব। বিপিএল থেকেই আমার খেলাটা শুরু হবে বলে আমি মনে করি। বিপিএলের প্রথম থেকেই ভালো অবস্থায় খেলতে পারব ফিট হয়ে।’
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।