সারাদেশ

কক্সবাজারে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর 

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর 

ছবি: বার্তা ২৪

কক্সবাজারের সদর উপজেলার পিএমখালীতে পুকুরে ডুবে প্রাণ হারালো ৩ শিশু। তাদের মধ্যে দুইজন চাচাতো ভাই-বোন। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, পিএমখালীর ছনখোলা এলাকায় বাড়ির সবাই যখন কাজে ব্যস্ত ছিল, তখন সবার অজান্তে পুকুরে নামে মিমতাহা মণি (৩) ও মোহাম্মদ (২.৫)। এক পর্যায়ে তারা পুকুরে ডুবে যায়। এদিকে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে সব জায়গায় খোঁজাখুঁজি করে। পরে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় ওই দুই শিশু ভাসছে। পরে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে চট্টগ্রাম থেকে পিএমখালীর কাঠালিয়া মোড়ায় সন্তান নিয়ে বেড়াতে এসেছিলেন সাইদুল ইসলাম লাভলু ও আসমাউল হুসনা দম্পতি। কিন্তু সেই সন্তানের মরদেহ নিয়ে তাদের চট্টগ্রামে ফিরতে হলো। বাবা-মায়ের অজান্তে একপর্যায়ে শিশু আসাদুল আবরার (২.৬) পুকুরে পড়ে যায়। তাকেও সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান। তিনি বলেন, ‘অভিভাবকদের অসচেতনতার কারণে ওই দুই শিশুর মৃত্যু হয়।’ 

ওই তিন শিশুর ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

চুরির দেড় মাস পর গরু উদ্ধার করল পিবিআই

ছবি: বার্তা ২৪.কম

চকরিয়ার কাকারা লোটনি গ্রাম থেকে চুরি হওয়ার দেড় মাস পর দু’টি গরু উদ্ধার করেছে পিবিআই।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় কাকারা ৩নং ওয়ার্ড দক্ষিণ লোটনি এলাকার রাসেলের বাড়ি থেকে এ গরুগুলো উদ্ধার হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক এনামুল হক জানান, চোরাইকৃত গরু উদ্ধার হয়েছে। যারা এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

জানা যায়, রামু উপজেলার পানিরছড়া ইউনিয়নের জেঠির রাস্তা এলাকা থেকে দিনদুপুরে একদল চোর গরুগুলো চুরি করে নিয়ে আসে। পরে বিষয়টি নিয়ে গরুর মালিক হাজেরা বেগম স্থানীয় চেয়ারম্যান এমডি শাহ আলমকে ১নং আসামি করে আরো ৭ জনের নাম উল্লেখ করে রামুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি পিবিআই কে তদন্তের জন্যে দেয়। মামলা দায়েরের ১ মাস ১৫ দিন পর গরুগুলো উদ্ধার হয়।

কাকারা ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুনুর রশীদ জানায়, গরুগুলো তার জিম্মায় রাখা হয়েছে। তদন্ত কর্মকর্তা যখন চাইবে তখন পৌঁছে দিবে।

এদিকে গরু চুরিতে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

;

বিশিষ্ট সংস্কৃতিকর্মী গোলাম মোহাম্মদ ইদু মারা গেছেন

ছবি: সংগৃহীত

বিশিষ্ট সংস্কৃতিকর্মী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু মারা গেছেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি মৃত্যুবরণ করেন।

গোলাম মোহাম্মদ ইদুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিল্পী কিরীটি রঞ্জন বিশ্বাস।

১৯৬৮ সালের ২৯ অক্টোবর উদীচী’র প্রতিষ্ঠার অনেক আগেই একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন শিল্পী-সংগ্রামী-কৃষক নেতা সত্যেন সেন। সেই গানের দলের অন্যতম কাণ্ডারী ছিলেন গোলাম মোহাম্মদ ইদু। সেই থেকে এখনও পর্যন্ত সুখে-দুঃখে, যেকোন প্রয়োজনে উদীচীর লড়াই-সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন গোলাম মোহাম্মদ ইদু। এক সময় উদীচীর কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও সফলভাবে পালন করেছেন তিনি।

;

রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহত ২ 

ছবি: বার্তা ২৪

টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া অরক্ষিত রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিকেলে মোটরসাইকেলযোগে তিনজন আরোহী হাতিয়া রেল ক্রসিং পারাপার হওয়ার সময় রংপুর এক্সপেস ট্রেনের সাথে ধাক্কায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। একজনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

 টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। উত্তরবঙ্গগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে।

তিনি আরও জানান, ‘নিহত ও আহতের পরিচয় জানতে পারেনি। তবে চেষ্টা করছি পরিচয় জানার জন্য। আহত ব্যক্তিটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।’ 

;

৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রচার-মিছিলে নিষেধাজ্ঞা

ছবি: বার্তা২৪.কম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সকল প্রচার এমনকি মিছিল করার ওপরেও নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার আলোকে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে। এতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ অনুসারে কোনো নির্বাচনি এলাকায় ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী আটচল্লিশ ঘন্টা এবং ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী আটচল্লিশ ঘন্টা সময়ের মধ্যে কোনো জনসভা আহবান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোন মিছিল বা শোভাযাত্রা সংগঠন বা তাতে যোগদান না করার বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি সকাল ৮টায়। এ হিসেবে ৫ জানুয়ারি সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এদিকে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোনো প্রার্থী নির্বাচন ক্যাম্প স্থাপন করতে পারবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে পরিপত্রে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্ধের পর এখন চলছে প্রচারণা। যা শেষ হবে আগামী ৫ই জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ই জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বচ্চ ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *