খেলার খবর

মাগুরার মানুষ শান্তি চায়, আনন্দে থাকতে চায়: সাকিব

ডেস্ক রিপোর্ট: মাগুরা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, ‘১৪ দলের শরিক হিসেবে আপনাদের সবার সমর্থন আমি পাবো। আপনারা যে কথা দিলেন, তাতে আমি আশান্বিত হলাম। আশা করছি আপনাদের দলের পূর্ণ সমর্থন আমার সাথে ও নৌকার সাথে থাকবে।’

সোমবার (০১ জানুয়ারি) দুপুরে শহরের কলেজ পাড়ায় ১৪ দলীয় জোটের অন্যতম শরিক জেলা জাসদের (ইনু) নির্বাচনী সমাবেশ সাকিব আল হাসান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাকিব আল হাসান বলেন, ‘আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো আগামী ৭ তারিখে আপনার আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী সবাইকে উদ্বুদ্ধ করে ভোট কেন্দ্রে নিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন। বাংলাদেশের মানুষ দেখুক, মাগুরার মানুষ শান্তি চায়, আনন্দ চায়, সুখে থাকতে চায়। ৭ জানুয়ারি সেটা আমরা প্রমাণ করবো।’

সমাবেশে সাকিব আল হাসান আরও বলেন, ‘আগামী দ্বাদশ নির্বাচন আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এ নির্বাচনে আমাদের সবার অনেক দায়িত্ব আছে। বয়স্ক, প্রথম ভোটার সবার নাগরিক দায়িত্ব ভোট প্রদান করা। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সবার দায়িত্ব আছে। আমি চাই মাগুরায় উৎসব মুখর পরিবেশে ভোট হোক।’

জেলা জাসদের সভাপতি সৈয়দ ওহিদুল ইসলাম ফনি’র সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, অ্যাডভোকেট আমেনা খাতুন লাবণী, সুরসপ্তকের পরিচালক সুরভি খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় সাকিব আর হাসানের বাবা মাশরুর রেজা কুটিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *