সারাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের মানুষ ভোট দিতে যাবেন: বিপ্লব বড়ুয়া

ডেস্ক রিপোর্ট: সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের মানুষ ভোট দিতে যাবেন: বিপ্লব বড়ুয়া

ছবি: বার্তা২৪.কম

মানুষ হত্যা, ট্রেনে আগুন দিয়ে ভোটারদের ভীতি প্রদর্শন করা হচ্ছে, যা ফৌজদারি অপরাদের শামিল। মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে চায়। সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের মানুষ ভোট দিতে যাবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

শনিবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আওয়ামী লীগের ৭ সদস্যের প্রতিনিধি দল সচিব বরাবর গতকালকের ট্রেনে নাশকতার বিষয় নিয়ে অভিযোগ জানাতে আসেন।

দলটির দফতর সম্পাদক বলেন, নির্বাচনকালীন সময়ে নির্বাচন বিরোধী কর্মকাণ্ড করছে বিএনপি-জামায়াত। ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। ভোটারদের মনে ভীতি সৃষ্টি করছে। এ ব্যাপারে কার্যকর ভূমিকা নিতে কমিশনকে আবেদন জানানো হয়েছে।

তিনি বলেন, মানুষ হত্যা, ট্রেনে আগুন দিয়ে ভোটারদের ভীতি প্রদর্শন করা হচ্ছে। মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে চায়। সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের মানুষ ভোট দিতে যাবেন। তাদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কমিশন বলে জানান তিনি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ভোটকেন্দ্রে যাওয়া বিরত রাখতে ভীতির সৃষ্টি করছে বিএনপি, জামায়াত। যে নাশকতা সৃষ্টি করছে এটি ফৌজদারি অপরাধ। তারা মশাল মিছিল করছেন।চোরাগুপ্ত হামলা করছেন। মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বিরত রাখতে চায়। মানুষ এই ষড়যন্ত্র প্রতিহত করতে চায়।

হরতালের সমর্থনে বগুড়ায় বিএনপি-জামায়াতের মিছিল

বগুড়ায় বিএনপি-জামায়াতের মিছিল

নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বানে ডাকা হরতালের সমর্থনে বগুড়ায় ঝটিকা মিছিল করেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

শনিবার (৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে শহরের বিসিক এলাকায় বিএনপির নেতাকর্মীরা হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে। এছাড়াও একই সময়ে শহরের চেলোপাড়া ও গোদারপাড়ায় এলাকায় জামায়ত শিবিরের নেতাকর্মীরা লাঠি হাতে ঝটিকা মিছিল বের করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

গাবতলী পৌর এলাকায় বিএনপির নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলেও পুলিশের তৎপরতার কারণে তারা পালিয়ে যায়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ তৎপর রয়েছে।

;

পর্দার অন্তরা‌লে বিএন‌পি, তালাবদ্ধ প্রধান কার্যালয়

ছবি: বার্তা২৪.কম

দে‌শের সরকার প্রধান নির্বাচ‌নের ভোট গ্রহণ শুরুর অ‌পেক্ষা আর মাত্র ক‌য়েক ঘণ্টা। এরই ম‌ধ্যে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে শুরু হ‌য়ে‌ছে বিএনপিসহ বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূ‌চি। ত‌বে কর্মসূচিতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানা‌নো হ‌লেও পর্দার অন্তরা‌লে থে‌কেই হরতাল বা অসহ‌যোগ আ‌ন্দোল‌নের ডাক দি‌চ্ছে দল‌টির নেতাকর্মীরা। মাঠ পর্যা‌য়ে দেখা মিল‌ছে না কা‌রোর। ফ‌লে নেতাকর্মী শূন‌্য অবস্থায় তালাবদ্ধভা‌বে প‌রে র‌য়ে‌ছে দল‌টির প্রধান কার্যালয়।

শ‌নিবার (০৬ জানুয়া‌রি) রাজধানীর নয়াপল্ট‌নে অব‌স্থিত বিএন‌পির প্রধান কার্যালয় ঘু‌রে এমন চিত্র দেখা গে‌ছে।

স‌রেজ‌মি‌নে দেখা গে‌ছে, দল‌টির প্রধান কার্যাল‌য়ের প্রধান ফট‌কে ঝুল‌ে‌ছে তালা। কার্যাল‌য়ের সাম‌নে নেই কোন নেতাকর্মী। নাইটঅ‌্যা‌ঙ্গেল মোড় থে‌কে ফ‌কিরাপুল মোড়ে যাতায়া‌তের এই সড়‌কটি‌তে র‌য়ে‌ছে সাধারণ মানু‌ষের চলাচল। ‌সেই স‌ঙ্গে গণপ‌রিবহনের চলাচলও র‌য়ে‌ছে স্বাভাা‌বিক। এছাড়া কার্যাল‌য়ের পা‌শে আইনশৃঙ্খলা বাহিনীর সদস‌্যদেরও দ্বা‌য়িত্ব পালন কর‌তে দেখা গে‌ছে।

এ‌দি‌কে রোববার (০৭ জানুয়া‌‌রি) সকাল থে‌কে সারাদে‌শে অনু‌ষ্ঠিত হ‌বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সারা দেশে শনিবার (৬ জানুয়ারি) শুরু হচ্ছে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল। শনিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত হরতাল চলবে। শান্তিপূর্ণ হরতালের এই কর্মসূচিতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছে বিএনপি। সমমনা একাধিক দল ও জোটের পাশাপাশি জামায়াতে ইসলামীও হরতাল দিয়েছে।

এর আগে গত ৪ জানুয়ারি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হরতালের ডাক দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর থেকে বিভিন্ন ধাপে অবরোধ ও হরতাল পালন করেছে বিএনপি। আর গত ২৪ ডিসেম্বর থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছে দলটি।

;

বিএনপিসহ বিরোধীদের ৪৮ ঘণ্টার হরতাল শুরু

ছবি: বার্তা২৪.কম

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সারা দেশে আজ শনিবার শুরু হচ্ছে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল। আজ সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত হরতাল চলবে। শান্তিপূর্ণ হরতালের এই কর্মসূচিতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছে বিএনপি। সমমনা একাধিক দল ও জোটের পাশাপাশি জামায়াতে ইসলামীও হরতাল দিয়েছে।

গত ৪ জানুয়ারি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হরতালের ডাক দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর থেকে বিভিন্ন ধাপে অবরোধ ও হরতাল পালন করেছে বিএনপি। আর গত ২৪ ডিসেম্বর থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছে দলটি।

;

‘ট্রেনে আগুন নাশকতামূলক কাজ’ আন্তর্জাতিক তদন্তের দাবি রিজভীর

‘ট্রেনে আগুন নাশকতামূলক কাজ’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ট্রেনে আগুন লাগিয়ে হতাহতের ঘটনা নিঃসন্দেহে নাশকতামূলক এবং মানবতার পরিপন্থি এক নিষ্ঠুর কাজ। পৃথিবীর সব স্বৈরাচারই ভিন্নমতকে দমন করতে সন্ত্রাস ও নাশকতার পন্থা অবলম্বন করে। আমরা এই ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করছি।’

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক বিবৃতিতে রিজভী এ দাবি জানান।

রিজভী বলেন, ‘ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি।’

বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের জন্য বিএনপিসহ বিরোধী দলগুলোর আন্দোলনে জনসমর্থন থাকায় ক্ষমতাসীন মহল দিশেহারা হয়ে গভীর চক্রান্ত ও নাশকতার ওপর ভর করেছে দাবি করে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, এই অমানবিক ঘটনা পূর্বপরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক। পৃথিবীর সব স্বৈরাচারই ভিন্নমতকে দমন করতে সন্ত্রাস ও নাশকতার পন্থা অবলম্বন করে। আমরা এই ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করছি।’

তিনি বলেন, ‘গত ২০১৪ ও ‘১৫ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলন যখন তুঙ্গে তখন সেই মুহূর্তে অগ্নিসন্ত্রাসের নারকীয় তাণ্ডব চালিয়ে ক্ষমতাসীন গোষ্ঠীর মদদপুষ্ট দুষ্কৃতিকারীরা জনদৃষ্টিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছিল। আজকের ঘটনাসহ সম্প্রতি সেই মনুষ্যত্বহীন প্রাণবিনাশী অগ্নিসন্ত্রাসের পুনরাবৃত্তি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আজকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিদগ্ধ হয়ে হতাহতের ঘটনার দ্বারা সেই পুরোনো কৌশলকেই ব্যবহার করা হয়েছে। গণতন্ত্রের জন্য বিএনপিসহ বিরোধী দলগুলোর আন্দোলনে নেতাকর্মীদের আত্মবিশ্বাসী উচ্চারণ জনসমর্থিত হওয়ার প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন মহল দিশেহারা হয়ে গভীর চক্রান্ত ও নাশকতার ওপর ভর করেছে। এই অমানবিক ঘটনা পূর্বপরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক।’

উল্লেখ্য, শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকায় ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের ৫টি বগিতে আগুন আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে খিলগাঁও ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *