খেলার খবর

মুজিব-নাভিনদের নিয়ে বোর্ডের নতুন সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট: দেশের ক্রিকেট ছেড়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশ। এমন লক্ষ্য চলতি বছরের জাতীয় চুক্তিতে অনাগ্রহ প্রকাশ করেছিলেন তিন আফগান ক্রিকেটার। এতে মুজিব উর রহমান, নাভিন উল হক ও ফজলহক ফারুকির ওপর ক্ষুব্ধ হয় দেশটির ক্রিকেট বোর্ড (এসিবি)। এবং আগামী দুই বছরের জন্য যেকোনো ধরণের ফ্রাঞ্চাইজি লিগ খেলার ওপর নিষেধাজ্ঞা পান তিন ক্রিকেটার।

তবে সম্প্রতি এই তিনজনই জায়গা পেয়েছেন আসন্ন ভারত সফরের দলে।। এবার তাদের শাস্তি নিয়ে এলো নতুন সিদ্ধান্ত।

এসিবির সূত্রমতে, এই দুই জন নিষেধাজ্ঞা আদেশের পরপরই যোগাযোগ করেন বোর্ডে। এবং দেশের হয়ে প্রতিনিধিত্বের ইচ্ছা প্রকাশ করে। সেই সূত্র ধরে তাদের রাখা হয় সদ্য শেষ হওয়া সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। এবার ভুল স্বীকার করে বোর্ডের কাছে ক্ষমা ছেয়েছেন রিস্ট স্পিনার মুজিবও। এতে তাদের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার সিধান্ত নেয় এসিবি।

এক বিবৃতিতে এসিবি জানায়, তাদের তিনজনকেই ডাকা হবে বোর্ডের নতুন চুক্তিতে। এছাড়াও দেওয়া হবে ফ্রাঞ্চাইজি লিগে খেলার অনুমতি। তবে সীমিত আকারে। একইসঙ্গে সেই তিন ক্রিকেটারকে পুরনায় এটি না বর্তাতে সতর্ক করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *