শাকিব খানের আচরণে আপ্লুত অরুণা-সাবা
ডেস্ক রিপোর্টঃ আসছে শুক্রবার মুক্তি পাচ্ছে চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী অরুণা বিশ^াস পরিচালিত প্রথম সিনেমা ‘অসম্ভব’। এক ঝাঁক তারকাশিল্পী নিয়ে হাজির হবেন তিনি। এরইমধ্যে ছবির ‘ও শাড়ি’ গানটি প্রশংসা কুড়াচ্ছে। সব মিলিয়ে ছবিটি নিয়ে দারুণ আশাবাদী পুরো টিম। এই মাত্র অরুণা বিশ^াস জানান, মাল্টিপ্লেক্স-সিঙ্গেল স্ক্রিনসহ মোট দুই ডজনের মতো সিনেমা হলে মুক্তি পাচ্ছে তার সিনেমাটি। আপাতত এর বেশি হল তিনি চাইছেনও না। এর একটি কারণ হলো- এখনো বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘মুজিব : একটি জাতির রূপকার’ ছবিটি চলছে। দ্বিতীয় কারণ হলো- সিনেমা হলের সংখ্যা বাড়াতে গিয়ে মানহীন হলে নিজের সিনেমা মুক্তি দিতে চান না এই অভিনেত্রী। কারণ ওই সব হলে সিনেমার আসল স্বাদ পাওয়া যায় না।
ছবিটির প্রচারণা নিয়ে এখন দারুণ ব্যস্ত ‘অসম্ভব’ সিনেমার তারকারা। এরইমধ্যে দেশিয় সিনেমার সুপারস্টার শাকিব খান এই ছবিটির প্রচারণা করেছেন ফেসবুকের মাধ্যমে। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী অরুণা বিশ্বাস এবার বিগস্ক্রিনের নির্মাতা হয়ে আসছেন। আগামী ৩ নভেম্বর মুক্তি পাচ্ছে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘অসম্ভব’। কয়েক মাস আগে এফডিসিতে ‘প্রিয়তমা’র শুটিং স্পটে তিনি এই চলচ্চিত্র নিয়ে তার অনেক স্বপ্নের কথা শুনিয়েছিলেন। মন থেকে চাই, তার সেই স্বপ্নপূরণ হোক। আমার পক্ষ থেকে তার জন্য রইলো অনেক শুভকামনা।’
অসম্ভব সিনেমার পোস্টার
শাকিব খানের মতো তারকার কাছ থেকে নিজের ছবি সম্পর্কে এমন চমৎকার শুভকামনা পেয়ে দারুণ আপ্লুত অরুণা বিশ^াস ও ছবির নায়িকা সোহানা সাবা। শাকিব খানের গেন স্ট্যাটাসটি তারা দুজন নিজেদের ফেসবুকের পাতায় শেয়ার করেছেন। ক্যাপশনে অরুণা লিখেছেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রের সুপারষ্টার শাকিব খান, তার উদারতায় আমরা মুগ্ধ। তোমার সফলতা সবসময় কাম্য।’
সোহানা সাবা লিখেছেন, ‘ওয়াও! দেখো কে আমাদের শুভকামনা জানিয়েছে!’
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।