বিনোদন

পিপলস চয়েসে বর্ষসেরা জংকুক, আছেন বিশ্বখ্যাত তারকারাও

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের সান্তা মনিকায় আজ সোমবার ভোরে বসেছিল ৪৯তম পিপলস চয়েস অ্যাওয়ার্ডস-এর আসর। অন্যসব বড় পুরস্কারে শুধু জুরি ও সমালোচকদের হাত থাকলেও এই পুরস্কারে দর্শকরাই পছন্দের তারকাকে নির্বাচিত করেন।

মনোনয়ন থেকে মূল পুরস্কার আসরে খুব একটা ব্যতিক্রম হয়নি। এবার সিনেমার মধ্যে ‘বার্বি’ সর্বোচ্চ আটটি মনোনয়ন পেয়েছিল, টেলিভিশন বিভাগে সর্বোচ্চ সাতটি মনোনয়ন পায় ‘ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’; সংগীতে যৌথভাবে পাঁচটি করে মনোনয়ন বাগিয়েছিলেন লুক কম্বস, নিকি মিনাজ, টেলর সুইফট ও মরগান ওয়ালেন।

সর্বোচ্চ পাঁচটি পুরস্কার পেয়েছে ‘বার্বি’ সিনেমা

আজ অনুষ্ঠিত পুরস্কার অনুষ্ঠানে সর্বোচ্চ পাঁচটি পুরস্কার পেয়েছে গ্রেটা গারউইগের ‘বার্বি’। বছরের সেরা সিনেমা, সেরা কমেডি সিনেমা, বর্ষসেরা পুরুষ তারকা (রায়ান গসলিং), বর্ষসেরা নারী তারকার (মার্গো রবি) মতো গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছে ‘বার্বি’।

গত বছরের আরেকটি আলোচিত সিনেমা ‘ওপেনহেইমার’ হয়েছে ড্রামা ক্যাটাগরিতে সেরা সিনেমা।

তিনটি পুরস্কার পেয়েছেন টেলর সুইফট

সংগীত বিভাগে অনুমিতভাবেই সবচেয়ে বেশি পুরস্কার বাগিয়েছেন টেলর সুইফট। বর্ষসেরা নারী গায়িকা, বর্ষসেরা পপশিল্পী, সেরা কনসার্ট ট্যুরের পুরস্কার পেয়েছেন তিনি।

পিপলস চয়েস অ্যাওয়ার্ড-এর মঞ্চে ব্রিটনী স্পিয়ার্স

ফেভারিট পপ আর্টিস্টের পুরস্কার পেয়েছেন প্রখ্যাত শিল্পী ব্রিটনী স্পিয়ার্স। 

টেলিভিশন বিভাগে বর্ষসেরা শো হয়েছে ‘গ্রেস অ্যানাটমি’, বছরের সেরা কমেডি শো হয়েছে ‘ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’।

সেলেনা গোমেজ

এ সিরিজের জন্য বর্ষসেরা নারী তারকার পুরস্কার পেয়েছেন সেলেনা গোমেজ, বর্ষসেরা পুরুষ তারকা হয়েছেন জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)।

অন্যদিকে বর্ষসেরা পুরুষ শিল্পী হয়েছেন বিটিএসের জংকুক।

জংকুক

 তথ্যসূত্র : পিপলডটকম

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *