বিনোদন

জি সিনে অ্যাওয়ার্ডে শাহরুখের জয়জয়কার

ডেস্ক রিপোর্টঃ বলিউডের সম্মানজনক পুরস্কারগুলোর একটি ‘জি সিনে অ্যাওয়ার্ডস’। গতকাল ১০ মার্চ রাতে বসেছিল ‘জি সিনে অ্যাওয়ার্ডস ২০২৪’-এর আসর ।

তাতে জয়জয়কার হলো শাহরুখ খান ও তার অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’ ও ‘পাঠান’-এর। এদিন ‘জওয়ান’ ও ‘পাঠান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জেতার পাশাপাশি সেরা চলচ্চিত্র, গল্প, মিউজিক, ভিএফএক্স, ব্যাকগাউন্ড মিউজক, সঙ্গীত পরিচালক, অ্যাকশন, ডায়লগ, সেরা গানের কথা সব কিছুর জন্যই শাহরুখের ‘জওয়ান’ পুরস্কার জিতে নিয়েছে।

এক নজরে ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ বিজয়ীদের পূর্ণ তালিকা:

সেরা অভিনেত্রীর পুরস্কার আলিয়া ভাট ছাড়া আর কেই বা পাবেন!

শ্রেষ্ঠ চলচ্চিত্র- জওয়ান
সেরা অভিনেতা- শাহরুখ খান (জওয়ান ও পাঠান)
সেরা অভিনেত্রী – আলিয়া ভাট (রকি অর রানি কি প্রেম কাহানি)
সেরা গল্পকার-অ্যাটলি (জওয়ান)
সেরা সঙ্গীত- জওয়ান

পুরস্কার পেয়ে কার্তিক আরিয়ার, রানী মুখার্জি, কিয়ারা আদভানি ও আয়ুষ্মান খুরানার উচ্ছ্বাস

সেরা অভিনেতা (জুরি)- কার্তিক আরিয়ান (সত্যপ্রেম কি কথা)

সেরা অভিনেত্রী (জুরি)- রানী মুখার্জি ও কিয়ারা আদভানি
সেরা ভিএফএক্স-রেড চিলিজ এন্টারটেইনমেন্ট (জওয়ান)
সেরা অ্যাকশন-স্পিরো রাজাতোস, অ্যানাল আরাসু, ক্রেগ ম্যাক্রে এবং দল (জওয়ান)
সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক-অনিরুদ্ধ (জওয়ান)
সেরা সঙ্গীতপরিচালক-অনিরুদ্ধ (জওয়ান)
সেরা সংলাপ- সুমিত অরোরা (জওয়ান)

সেরা প্লেব্যাক গায়িকা (নারী)-শিল্পা রাও (বেশরাম রঙ : পাঠান)

সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ)-অরিজিৎ সিং (ঝুমে জো পাঠান : পাঠান)
সেরা প্লেব্যাক গায়িকা (নারী)-শিল্পা রাও (বেশরাম রঙ : পাঠান)
সেরা গানের কথা-কুমার (চালেয়া-জওয়ান)
সেরা কোরিওগ্রাফি-বস্কো মার্টিস (ঝুমে জো পাঠান : পাঠান)
সেরা কস্টিউম ডিজাইন-মনীশ মালহোত্রা (রকি অর রানি কি প্রেম কাহানি)

পুরস্কার পেয়েছেন অনন্যা পাণ্ডে

এছাড়া পারফর্মার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন আয়ুষ্মান খুরানা ও অনন্যা পাণ্ডে।

তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *