আন্তর্জাতিক

আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর জলদস্যুবিরোধী অভিযানে উদ্ধার ১০২

ডেস্ক রিপোর্ট: আরব সাগরে জলদস্যুবিরোধী অভিযান চালিয়ে একশ দুইজনকে উদ্ধার করেছেন ভারতীয় নৌবাহিনীর সদস্যরা। উদ্ধার একশ দুইজনের মধ্যে ৩০ জন ইরানি নাগরিক, ২৭ জন পাকিস্তানি নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৩ মার্চ) নৌবাহিনীর সংবাদ সম্মেলনের বরাত দিয়ে ভারতীয় টিভি চ্যানেল ভারতীয় এ খবর জানায়।

খবরে বলা হয়, ড্রোন হামলা ও জলদস্যুদের হাত থেকে আরব সাগরকে নিরাপদ রাখতে ভারত ১০টি যুদ্ধ জাহাজ ও আকাশপথে নজরদারি চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আরব সাগরকে নিরাপদ রাখতে এতদিন ‘অপারেশন সংকল্প’ নামে একটি অভিযান পরিচালনা করেছে ভারতীয় নৌবাহিনী। এসময় তারা ১৩টি হামলা প্রতিহত করে। এতে করে একশ ১০ জন প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন। এদের মধ্যে ৪৫ জন ভারতীয় এবং ৬৫ জন বিভিন্ন দেশের নাগরিকও আছেন।

শনিবার ‘অভিযান সংকল্প’ শেষে ভারতীয় নৌবাহিনী এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এসময় বলা হয়, শনিবার সকালে আটক ৩৫ জন সোমালি জলদস্যুকে মুম্বাই পুলিশের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ১৬ মার্চ ৩৫ জন সোমালি জলদস্যু ভারতীয় নৌবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। তাদের কবলে থাকা এমভি রুয়েন জাহাজ থেকে অক্ষত অবস্থায় ১৭ জন নাবিককে উদ্ধার করে তারা।

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *