নওগাঁ থেকে নাবালিকাকে অপহরণ, অপহরনকারী জয়পুরহাট থেকে গ্রেফতার
ডেস্ক রিপোর্ট:
আজ রবিবার (২৪ মার্চ) দুপুরে জয়পুরহাট সদরের পলিবাড়ি এলাকা থেকে নাবালিকা ভিকটিমকে উদ্ধারসহ অপহরনকারী রিপনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিপন নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার দক্ষিণ চকজদু গ্রামের মাহতাব আলীর ছেলে।
র্যাব জানায়, ভিকটিম নাবালিকা একাদশ শ্রেণীর ছাত্রী। অপহরণকারী গত ১৪ ফেব্রুয়ারী সকাল ১১ টার দিকে ভিকটিমের নিজ বাড়ির সামনে একলা পেয়ে তার মুখ চেপে ধরে মোটর সাইকেলে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের পরিবার অনেক খোজাখুজির পর খুঁজে না পেয়ে এক পর্যায়ে ধামুইরহাট থানায় একটি অভিযোগ দাখিল করেন। ধামুইরহাট থানায় অভিযোগের পর র্যাব-৫ জয়পুরহাটের একটি আভিযানিক দল অপহরনকারী ভিকটিম উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতারের চেষ্টা চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণকারীকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার ধামুইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
জনি সরকার।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় ডেইলি জয়পুরহাট-এ।