সারাদেশ

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট: ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষ্যে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ।

দেশে বৃহস্পতিবার (১১ এপ্রিল) মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হতে যাচ্ছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপ্রধান সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাইকোর্টের সামনে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।

তিনি পরে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বঙ্গভবনে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এ উপলক্ষ্যে বঙ্গভবনের ক্রেডেন্সিয়াল হলে গণমাধ্যমের মাধ্যমে মুসলিম উম্মাহ তথা সমগ্র দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

প্রেস সচিব আরও জানান, বঙ্গভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৫০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সিনিয়র রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

ঝিনাইদহ-১ আসনের উপ নির্বাচনে মোস্তাকের পক্ষে জনমত

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-১ আসনে আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আলোচনায় আছেন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক।

প্রয়াত জেলা ঝিনাইদহ আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাই গত ১৬ মার্চ ব্যাংককে আবদুল হাই মারা যান।

ঈদের পর নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরিকল্পনায় মোস্তাকের পক্ষে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যে জনমত তৈরি হয়েছে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বার্তা২৪.কমকে বলেন, ঈদের পর আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হবে।

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম কিনেছিলেন সদ্য প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইসহ আওয়ামী লীগের ৬ প্রার্থী। এর মধ্যে মোস্তাফিজুর রহমান মোস্তাক মনোনয়ন না পেয়ে নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের হয়ে নির্বাচনে কাজ করে যান।

মোস্তাক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে মাস্টার দ্যা সূর্যসেন হল ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। ২০০৬ সালে আওয়ামী লীগের দু:সময়ে বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে নেতৃত্বে ছিলেন তৎকালীন সূর্যসেন হল ছাত্রলীগের নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক। সেই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়লে ২০০৭ সালের ১/১১ জরুরি অবস্থা জারি করা হয়। রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এর পরপরই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেপ্তার করার পর ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ জনের মিছিল হয়। সেই বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন তৎকালিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক। এছাড়াও ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলার প্রতিবাদের হাইকোর্টের সামনে মানববন্ধন করতে গেলে গ্রেপ্তার হন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক।

ঝিনাইদাহ কলেজ ছাত্রলীগের নেতৃত্ব দেওয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির দায়িত্ব পালন করে আসছেন টানা তিনবার। জেলা আওয়ামী লীগের সদস্য পদেও দায়িত্ব পালন করছেন তিনি।

মহামারি করোনার সময় নিজ এলাকায় বিভিন্ন স্কুল মাদ্রাসা ও এতিমখানা, দুস্থ অসহায় নিরীহ বঞ্চিত মানুষের পাশে সাহায্য ও সেবা নিয়ে আলোচনায় ছিলেন মোস্তাক।

ঝিনাইদহ-১ মনোনয়নের আলোচনায় থাকা আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে মনোনয়ন প্রত্যাশা করি। তিনি নির্বাচন করার সুযোগ দিলে নৌকাকে বিজয়ী করে শৈলকুপার মানুষের জন্য কাজ করবো। আমার রাজনৈতিক জীবনের কর্ম তৎপরতা ও আওয়ামী লীগের প্রতি আমার পরিবারের অকৃতিম ভালোবাসা ও ত্যাগের কথা বিবেচনা করে স্মার্ট শৈলকুপা গড়তে এবং জনসাধারণের জন্য আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাবো।

তিনি বলেন, এই আসনে মানুষের সকল সমস্যার কথা আমি জানি। নেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচিত হয়ে এলাকার সকল সমস্যা খুব সহজেই সমাধান করতে পারব।

;

নোয়াখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণের মৃত্যু

ছবি: বার্তা ২৪.কম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও পাঁচজন আহত হয়।

নিহত মো.মাহেদুল আজম শিহাব (১৯) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চর বিরবিরি গ্রামের মাইন উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার কেরানী মসজিদের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিহাব তার কয়েকজন বন্ধু সাথে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। রাত সাড়ে ১০টার দিকে তাদের মোটরসাইকেল হাতিয়া পৌরসভার কেরানী মসজিদের সামনে প্রধান সড়কে পৌঁছলে ওই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিহাব গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

;

স্ত্রীর মৃত্যুর শোকে এক ঘন্টা পর স্বামীর মৃত্যু

ছবি: সংগৃহীত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় স্ত্রীর মৃত্যুর এক ঘন্টা পর স্বামীর মৃত্যু হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে, গতকাল মঙ্গলবার ৯ এপ্রিল রাত ১০টার দিকে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান শামসুর নাহার (৪৯)। এর এক ঘণ্টা পর মারা যান স্বামী আমিন উল্যাহ (৬২)।

মৃত আমিন উল্যাহ উপজেলার ৫নং চাপরাশিরহাট ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের উপদ্দি লামছি গ্রামের মিন্নত আলী বেপারী বাড়ির মৃত মকবুল আহমদের ছেলে এবং সে চাপরাশিরহাট ইউনিয়নের গ্রাম পুলিশ ছিলেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

এসব তথ্য নিশ্চিত করেন চাপরাশিরহাট ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জসিম উদ্দিন মাস্টার। তিনি বলেন, গ্রাম পুলিশ আমিনের স্ত্রী শামসুর নাহার দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এরপর চিকিৎসক শামসুর নাহারকে বাড়িতে পাঠালে মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে মারা যায় সে। এর এক কিছুক্ষণ পর স্ত্রীর চিন্তায় স্ট্রোক করেন স্বামী আমিন উল্যাহ। পরে রাত ১১টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন।

ইউপি সদস্য আমিন উল্যাহ আরও বলেন, স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে তার স্বামী স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। সকাল ১০টার দিকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। স্বামী-স্ত্রী এমন মৃত্যুতে গ্রামের সবাই শোকাহত।

;

কয়রায় নিজ ঘর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

ছবি: বার্তা ২৪.কম

খুলনার কয়রায় এক বৃদ্ধার নিজ ঘ‌র থে‌কে হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার ক‌রে‌ছে কয়রা থানা পু‌লিশ। তিনি উপ‌জেলার মাদারবা‌ড়িয়া গ্রা‌মের মৃত হাফিজুর রহমান সানার স্ত্রী হোস‌নেয়ারা (৭০)।

মঙ্গলবার (৯ এ‌প্রিল) রাত সোয়া ১০টার দি‌কে কয়রা থানা পু‌লিশ হাত-পা বাঁধা লাশ উদ্ধার ক‌রে‌।

জানা যায়, নিহ‌তের সন্তা‌ন তা‌কে বা‌ড়ি‌তে রে‌খে খুলনায় গি‌য়ে‌ছি‌ল। মঙ্গলবার সন্ধ‌্যায় বা‌ড়ি‌তে এসে দে‌খে তার মা‌য়ের ঘ‌রের গে‌টে তালা লাগা‌নো। তার মা‌কে খোঁজাখু‌জি ক‌রে কোথাও না পে‌য়ে পুলিশ‌কে জানায়। কয়রা থানা পু‌লিশ ঘটনাস্থ‌লে যে‌য়ে গেট ভে‌ঙে ঘরের ভেত‌রে ঢুকে হোস‌নেয়ারাকে (৭০) হাত পা বাঁধা মৃতবস্থায় প‌ড়ে থাক‌তে দে‌খেন। এসময় ঘ‌রের আসবাবপত্র এলোমে‌লো অবস্থায় ছিলো।

কয়রা থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, একটা মোবাইল কল পে‌য়ে আমরা ঘটনাস্থ‌লে যাই। ঘরের গেট ভে‌ঙে ঘ‌রে ঢুকি। সেখানে মর‌দেহ‌টির হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। আমরা তদন্ত করছি।

পু‌লিশ সুরতহাল রি‌পোর্ট শে‌ষে ময়নাতদ‌ন্তের জন‌্য খুলনা মে‌ডিকে‌ল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ ক‌রার প্রস্তু‌তি নি‌চ্ছে।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *