খেলার খবর

শরিফুলের হাতে ৬ সেলাই, অনিশ্চিত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে 

ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে হতশ্রী পারফর্ম চলমান থাকলেও বাংলাদেশের বোলিং বিভাগটা খুব একটা হতাশ করছে না। তবে বিশ্বকাপের ঠিক আগে সেই বোলিং বিভাগেই এলো বড় দুঃসংবাদ। গতকাল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে বোলিংয়ের সময়ে হাতে চোট পান শরিফুল ইসলাম। এতেই বাঁহাতি পেসারের হাতে লেগেছে ৬টি সেলাই। ছয় দিন পরই শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচ বাংলাদেশের। হাতের এই চোটে তাই বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে শরিফুলের খেলা নিয়ে দাঁড়িয়েছে শঙ্কা। 

চোটের আগেও গতকালের ম্যাচটিতেই দারুণ ছন্দে ছিলেন শরিফুল। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই তুলে নেন সঞ্জু স্যামসনের উইকেট। পরে ম্যাচে নিজের শেষ ওভার করার সময় হার্দিক পান্ডিয়ার একটি ফিরতি বল ঠেকাতে গিয়েই চোট পান শরিফুল। পরে ছাড়তে হয় মাঠ। এর আগে ৩ ওভার ৫ বলে স্রেফ ২৬ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন তিনি। 

শরিফুলের চোট নিয়ে ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘সে এখন হাসপাতালে পর্যবেক্ষণে আছে। খুব সম্ভবত ঠিক হয়ে যাবে।’

তবে শঙ্কা বাড়ল সেলাইয়ের খবরের পর। বিসিবির এক ভিডিও বার্তায় শরিফুলের চোটের সর্বশেষ অবস্থা জানিয়েছেন বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সেখানে তিনি বলেন, ‘শেষ ওভারে একটি বল ঠেকাতে গিয়ে বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গায় একটা স্প্লিট ইনজুরি হয়েছে শরিফুলের। মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।’

তবে শরিফুলের মাঠে ফেরা নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছেনা বলেও জানান দেবাশীষ। ‘হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর (শরিফুল) ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে। দুই দিন পর আমরা আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখনআসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *