খেলার খবর

পাকিস্তানের ঘুরে দাঁড়াতে পারা নিয়ে যা ভাবেন রোহিত

ডেস্ক রিপোর্ট: নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে অপ্রত্যাশিত, বিব্রতকর এক হারের কবলে পড়েছে পাকিস্তান। এই হারের ফলে দলটাকে এখন চোখ রাঙাচ্ছে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা।

এরই মধ্যে দলটা কিছুক্ষণ পর মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের। যাদের বিপক্ষে বিশ্বকাপে দলের রেকর্ডটা খুব বেশি ভালো নয় বাবর আজমের দলের। 

তবে রোহিত পাকিস্তানের ক্ষমতাটা সম্পর্কে ভালোভাবেই জানেন। আর তাই তাদেরকে মোটেও খাটো করে দেখছেন না তিনি। তার ভাষ্য, ‘টি-টোয়েন্টির এখানেই আলাদা। এখানে যে কোনো কিছুই হতে পারে। গেল বিশ্বকাপের কথাই ধরুন, পাকিস্তান জিম্বাবুয়ের কাছে হেরেছে। কিন্তু দিনশেষে তারাই ফাইনালে খেলেছে।’

পাকিস্তান কী ভাবছে? জানালেন পাক কোচ গ্যারি কারস্টেন। বললেন, ‘এটা বড় ম্যাচ, ভারত-পাকিস্তানের ম্যাচ। দলকে অনুপ্রাণিত করার কোনো প্রয়োজনই নেই আমার। তারা সবাই বেশ অনুপ্রাণিত। তারা ম্যাচ নিয়ে মনোযোগী। শেষ কয়েকটা দিন আমাদের ভুলে যেতে হবে, সামনে এগোতে হবে। এভাবেই জীবনের সঙ্গে আপনাকে তাল মেলাতে হবে।’

ফলাফল নয়, আপাতত নিজেদের কাজটা ঠিকঠাক করতে চায় পাকিস্তান। পাক কোচ বললেন, ‘ফলাফল তো ফলাফলই। আমরা এই ম্যাচে যাব, আমাদের সেরা চেষ্টাটা করব, আমাদের স্কিলগুলো যেখানে থাকা উচিত, সে মানে পারফর্ম করার চেষ্টা করব। আমরা স্রেফ এটাকেই নিয়ন্ত্রণ করতে পারি।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *