আন্তর্জাতিক

জাতিসংয়ের কালো তালিকায় ইসরায়েলের সেনবাহিনী ও হামাস

ডেস্ক রিপোর্ট: শিশু অধিকার লঙ্ঘনের কারণে জাতিসংঘের কালো তালিকাতে ইসরায়েলের সেনা এবং হামাস উভয়কে যুক্ত করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, গাজা যুদ্ধে শিশুদের বিরুদ্ধে গুরুতর অধিকার লঙ্ঘনের ঘটনা নজিরবিহীনভাবে বেড়েছে বলে জাতিসংঘের রিপোর্টে মঙ্গলবার (১১ জুন) উল্লেখ করা হয়েছে।

এদিকে, যুদ্ধে শিশুদের ক্ষতির জন্যে সুদানের সেনবাহিনী এবং প্রতিদ্বন্দ্বী আধা সামরিক বাহিনীকেও কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ।

একই সঙ্গে বিশ্বজুড়েই শিশুদের ওপর এই ধরনের সহিংসতা বেড়ে যাওয়ার সমালোচনা করেছে সংস্থাটি।

রিপোর্টটি বৃহস্পতিবার (১৩ জুন) প্রকাশ হওয়ার কথা রয়েছে। এর আগেই রিপোর্টটি বার্তা সংস্থা এএফপি’র হাতে এসেছে।

জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, ২০২৩ সালে সশস্ত্র সংঘাতে শিশুদের প্রতি সহিসংতা চরম মাত্রায় পৌঁছে। এক্ষেত্রে গুরুতর লঙ্ঘনের ঘটনা বেড়েছে ২১ শতাংশ।

শিশুদের হত্যা ও পঙ্গু এবং স্কুল ও হাসপাতালে হামলার কারণে সুদানের সেনাবাহিনী এবং প্রতিদ্বন্দ্বী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

ওই রিপোর্টে গুতেরেস লিখেছেন, ‘গুরুতর লঙ্ঘনের ঘটনা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় আমি আতংকিত।’

রিপোর্টে বিশ্বের ২০টি সংঘাতপূর্ণ এলাকায় শিশুদের হত্যা, আহত, নিয়োগ, অপহরণ ও যৌন সহিংসতার বিষয়গুলো অন্তর্ভূক্ত করা হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *