খেলার খবর

রোহিতকে ফিরিয়ে সাকিবের অনন্য ‘ফিফটি’

ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপের এটি নবম আসর। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ছাড়া কেবল সাকিব আল হাসানই খেলছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসরে। এবারের সেই রোহিতের উইকেট তুলে অনন্য এক রেকর্ডে নাম লেখালেন সাকিব, যেই তালিকায় কেবল আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডারই। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন সাকিব। 

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। সেখানে টসে জিতে আগে বোলিং করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৩ রান তুলেছে ভারত। 

শুরু থেকেই বেশ ঝোড়ো গতিতেই রান তুলছিলেন দুই ওপেনার রোহিত ও কোহলি। তবে ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ৩৯ রানের মাথায় সাকিবের লোয়ার লেন্থের এক ডেলিভারি উড়িয়ে মারতে গেলে কভার অঞ্চলে জাকের আলীর হাতে ক্যাচ দেন রোহিত। আর এতেই রেকর্ড বনে যান সাকিব। 

আসর শুরুর আগে ৫০ উইকেটের মাইলফলক ছুঁতে ৩ উইকেট দূরে ছিলেন সাকিব। তবে আসরের শুরুর তিন ম্যাচে দেশসেরা এই অলরাউন্ডার পাননি কোনো উইকেট। তবে নেপালে বিপক্ষে ম্যাচে নিয়েছিলেন জোড়া উইকেট। পরের অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বলই করেননি তিনি। এবার ভারতের বিপক্ষে ম্যাচেই নাম লিখিয়ে ফেললেন রেকর্ডে। 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *