সারাদেশ

টাঙ্গাইলে পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত করার তাগিদ প্রধান উপদেষ্টার

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

০৫:১৮ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১ | ৩ রবিউল আউয়াল ১৪৪৬

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের দ্রুত তৃতীয় কোনও দেশে পুনর্বাসনের ওপর তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেন, ‘পুনর্বাসন প্রক্রিয়া সহজ, নিয়মিত ও মসৃণ হতে হবে। প্রক্রিয়াটি সহজতর হওয়া উচিত।’

রোববার (৮ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের দ্রুত পুনর্বাসনের ওপর জোর দেন তিনি প্রধান উপদেষ্টা।

আইওএম বাংলাদেশের মিশন প্রধান আবদু সাত্তার ইসোয়েভ এ সময় যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোতে রোহিঙ্গাদের পুনর্বাসনের চিত্র তুলে ধরেন।

যুক্তরাষ্ট্রে হাজার হাজার রোহিঙ্গাকে তাদের দেশে পুনর্বাসনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, তবে প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়নি বলেও বৈঠকে জানানো হয়।

প্রধান উপদেষ্টা এই প্রক্রিয়া দ্রুত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।

আইওএম বাংলাদেশ প্রধান বলেন, ‘১২ বছরের ব্যবধানে ২০২২ সালে রোহিঙ্গাদের পুনর্বাসন পুনরায় শুরু হয়েছিল, তবে কেবল এ বছরই প্রক্রিয়াটি কিছুটা গতি পেয়েছে।’

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন, স্বরাষ্ট্র সচিব আব্দুল মোমেন, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোরশেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, আইওএমের ডেপুটি চিফ অব মিশন ফাতিমা নুসরাত গাজ্জালি উপস্থিত ছিলেন।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *