জয়পুরহাট

জয়পুরহাটে লুট হওয়া বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩৭ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে তাঁতীপাড়া সিমেন্ট ফ্যাক্টরী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

তিনি জানান, ৫ আগস্ট সরকার পতনের পর ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিলেন, তখন ওইদিন সন্ধ্যায় সদর থানায় আক্রমণ, ভাঙচুর ও আগুন দিয়ে থানার অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের তাঁতীপাড়া সিমেন্ট ফ্যাক্টরীর মাঠের পাশে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় এই পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয় বলে জানান তিনি।

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় ডেইলি জয়পুরহাট-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *