আন্তর্জাতিক

হামাসের ধ্বংস বাস্তবসম্মত সমাধান নয় : এরদোয়ান

ডেস্ক রিপোর্ট: তুরস্কের এনটিভি শনিবার (২ ডিসেম্বর) জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ‘ইসরায়েলের আপোষহীন দৃষ্টিভঙ্গির কারণে মানবিক বিরতির পর গাজায় শান্তির সুযোগটি হারিয়ে গেছে।’

এরদোয়ান বলেন, ‘আমরা সবসময় জোর দিয়েছি যে, আমরা মানবিক বিরতির পরিবর্তে একটি স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে। এখানে শান্তির একটি সুযোগ ছিল। কিন্তু, দুর্ভাগ্যবশত ইসরায়েলের আপসহীন দৃষ্টিভঙ্গির কারণে আমরা সেই সুযোগটি আপাতত হারিয়ে ফেলেছি।’

প্রসঙ্গত, ২৪ নভেম্বর শুরু হওয়া যুদ্ধবিরতি দুই দফা বাড়ানো হয়েছিল। কিন্তু, সাত দিন পর মধ্যস্থতাকারীরা ফের যুদ্ধবিরতির জন্য একটি সূত্র খুঁজে পেতে ব্যর্থ হন।

তারপর থেকেই ইসরায়েলি বিমান এবং কামান দক্ষিণ গাজায় আঘাত হেনেছে।

সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এরদোয়ান বলেন, তিনি সংঘাতে স্থায়ী শান্তির আশা এখনই হারাচ্ছেন না।

এরদোয়ান সাক্ষাৎকারের সময় বলেন, ‘আমাদের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে মনোনিবেশ করতে হবে। হামাসকে বাদ দেওয়া বা হামাসের ধ্বংস বাস্তবসম্মত সমাধান নয়। কারণ, হামাসকে আমি সন্ত্রাসী সংগঠন হিসাবে সংজ্ঞায়িত করি না।’

এরদোয়ান আরও বলেন, ‘লন্ডন, প্যারিস, বার্সেলোনা এবং জাতিসংঘের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর ওআইসি এবং আরব লীগ দ্বারা গঠিত একটি গ্রুপ গাজায় সংঘাতের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে যাবে।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *