আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি নিয়ে ফের আলোচনা

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনে ইসরায়েল হামাস যুদ্ধে আরেক দফা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। শনিবার (১৬ ডিসেম্বর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালযের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে- মানবিক বিরতির জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একটি সমন্বিত ও টেকসই চুক্তি সম্পাদনের মাধ্যমে যুদ্ধ অবসানের প্রত্যাশা করছে কাতার। আমাদের ফিলিস্তিনি ভাইদের রক্তপাত বন্ধ করতে হবে।

শুক্র ও শনিবার অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল, আকাশ ও নৌপথে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অনেকেই হতাহত হয়েছেন। নিহত হয়েছেন আল–জাজিরার সাংবাদিক সামির আবু দাকা।

গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলায় চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। ওই দিন থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় ১৮ হাজার ৭৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাঁদের মধ্যে প্রায় ৮ হাজার শিশু রয়েছে। গাজার খান ইউনিসে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে।

গত শুক্রবার গাজায় হামাসের হাতে থাকা তিনজন জিম্মিকে ‘ভুল করে’ নিজেরাই হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বিষয়টি স্বীকার করেছে তারা। এ ঘটনায় দেশটিতে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় জিম্মি মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে ইসরায়েল।

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *