সারাদেশ

থেমেছে বৃষ্টি, ম্যাচ কমে এলো ৩০ ওভারে

ডেস্ক রিপোর্ট: থেমেছে বৃষ্টি, ম্যাচ কমে এলো ৩০ ওভারে

ছবি: সংগৃহীত

ডানেডিনে থেমেছে তৃতীয় দফার বৃষ্টি। ওয়ার্ম-আপ করছেন শান্ত-মিরাজরা। বাংলাদেশ সময় ৯টা ১৫ মিনিটে শুরুর হবে খেলা।

বিস্তারিত আসছে…

ডানেডিনে বৃষ্টির হ্যাটট্রিক, ফের বন্ধ খেলা

ছবি: সংগৃহীত

ইনিংসের প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেওয়া শরিফুল ইসলাম এখনো করতে পারেননি উইকেটের হ্যাটট্রিক। তবে তা করে দেখাল বৃষ্টি। তৃতীয় দফায় হানা বৃষ্টিতে ফের বন্ধ রয়েছে ম্যাচ।

এর আগে টসের পরেই নামে প্রথম ধাপের বৃষ্টি। এতে নিউজিল্যান্ড-বাংলাদেশ প্রথম ওয়ানডে শুরু হয় প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট পর। ৪৬ ওভারে নেমে আসা ম্যাচে দ্বিতীয়বারের মতো বৃষ্টি হানা দেয় প্রথম ইনিংসের ১৪তম ওভারে। তবে সেবার অপেক্ষা হয়নি লম্বা। আধ ঘণ্টা বাদেই শুরু হয় খেলা। তবে ম্যাচ নেমে আসে ৪০ ওভারে।

ততক্ষণে কিউইরা শুরুতে পড়া চাপের বাঁধা উতরে গেছে। তবে পেরোনো গেল না বৃষ্টি বাঁধা। বাংলাদেশ সময় আনুমানিক ৭টা ৩৮ মিনিটের দিকে নামে তৃতীয় দফার বৃষ্টি। এর আগে ১৯ ওভার ২ বলে স্বাগতিকদের সংগ্রহ ১০৮ রান।

ডানেডিনে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে পরক্ষণেই বাগড়া দেয় বৃষ্টি।

ঘণ্টা পেরিয়ে শুরু হয় ম্যাচ। সেখানে শরিফুলের পেস তোপে পেস তোপে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। যদিও ইনিংসের প্রথম বলটি চার মেরে শুরু করেছিল কিউইরা। তবে জবাব দিতে খুব একটা সময় নেননি শরিফুল। ইনিংসের চতুর্থ বলেই ফেরান বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা রাচিন রবীন্দ্রকে (০)। হালকা এক ইন সুইং বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।

সেখানেই থামেননি শরিফুল। ওভারের শেষ বলে তুলে নিয়েছেন আরও একটি উইকেট। রানের খাতা না খুলেই ফেরেন হেনরি নিকোলসও। তবে আরেক ওপেনার ইয়াংকে নিয়ে শুরুর সেই চাপে সামলে বেশ ভালোভাবেই এগোতে থাকেন অধিনায়ক টম ল্যাথাম। সময় গড়ালে এগোচ্ছেন থিতু হওয়ার পথে। ১০৯ বলে জুটি পেরোয় শতরানে।

৫৮ বলে ফিফটি তুলে নেন ল্যাথাম। একইসঙ্গে পৌঁছে যান চার হাজারি ক্লাবে। অন্যদিকে ৪১ রানে ব্যাট করছেন ইয়াং।

;

বৃষ্টি শেষে শুরু খেলা, ম্যাচ ৪০ ওভারের

ছবি: সংগৃহীত

বৃষ্টির প্রথম দফায় প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট পর শুরু হয়েছে নিউজিল্যান্ড-বাংলাদেশ প্রথম ওয়ানডে। তখন ম্যাচ কমে এসেছিল ৪৬ ওভারে। এরপর ম্যাচের ১৪তম ওভারে ফের নামে বৃষ্টি। এবার চলে গেল ৩০ মিনিট। এতে দৈর্ঘ্য কমলো আরও খানিকটা। দ্বিতীয় দফার বৃষ্টি শেষে বাংলাদেশ সময়  ৭টা ১০ মিনিটে শুরু হয়েছে খেলা। এখান থেকে ম্যাচ হবে ৪০ ওভারের।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ ওভার ২ বল শেষে ২ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ১০৮ রান।

ডানেডিনে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে পরক্ষণেই বাগড়া দেয় বৃষ্টি।

ঘণ্টা পেরিয়ে শুরু হয় ম্যাচ। সেখানে শরিফুলের পেস তোপে পেস তোপে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। 

যদিও ইনিংসের প্রথম বলটি চার মেরে শুরু করেছিল কিউইরা। তবে জবাব দিতে খুব একটা সময় নেননি শরিফুল। ইনিংসের চতুর্থ বলেই ফেরান বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা রাচিন রবীন্দ্রকে (০)। হালকা এক ইন সুইং বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।

সেখানেই থামেননি শরিফুল। ওভারের শেষ বলে তুলে নিয়েছেন আরও একটি উইকেট। রানের খাতা না খুলেই ফেরেন হেনরি নিকোলসও। তবে আরেক ওপেনার ইয়াংকে নিয়ে শুরুর সেই চাপে সামলে বেশ ভালোভাবেই এগোতে থাকেন অধিনায়ক টম ল্যাথাম। সময় গড়ালে এগোচ্ছেন থিতু হওয়ার পথে। ১০৯ বলে জুটি পেরোয় শতরানে।

৫৮ বলে ফিফটি তুলে নেন ল্যাথাম। একইসঙ্গে পৌঁছে যান চার হাজারি ক্লাবে। অন্যদিকে ৪১ রানে ব্যাট করছেন ইয়াং।  

;

শরীফুলের জোড়া আঘাতে চাপে নিউজিল্যান্ড

ফাইল ছবি

নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ফিল্ডিং নেওয়ার পর বৃষ্টিতে বিলম্বিত হয় প্রথম ওয়ানডে। প্রায় ঘণ্টা খানেক পর মাঠে নামে দুদল। নিউজিল্যান্ডের উইল ইয়াং ব্যাট হাতে শরিফুলের প্রথম বলে চার মেরে ইনিংস শুরু করেন।

প্রথম ওভারের চতুর্থ বলে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। রাচিন রবীন্দ্র (০) উইকেটের পেছনে মুশফিকের হাতে ধরা পড়েন শরিফুলের বলে। ওভারের শেষ বলে হেনরি নিকোলসকে (০) সাজঘরে ফেরান শরিফুল।

৪৬ ওভারের ম্যাচে প্রথম পাওয়ারপ্লে ১গ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৫৩। এর মধ্যে ৫ ওভার করেছেন শরীফুল। তার প্রথম ওভারের জোড়া আঘাতের পর অবশ্য আর সাফল্য পায়নি বাংলাদেশ। ল্যাথাম ও ইয়াং সময় নিয়ে এগোনোর চেষ্টা করছেন আপাতত। দুজন মিলে মেরেছেন ৫টি চার।

;

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, বৃষ্টিতে বিলম্বিত খেলা

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ফিল্ডিং নেওয়ার পর বৃষ্টিতে বিলম্বিত হয় প্রথম ওয়ানডে। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ১৫ ম্যাচে নেই কোনো জয়। ২০০৭/০৮ মৌসুমের পর থেকে হারতে হয়েছে সব সিরিজেই।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ

উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম ল্যাথাম, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, জ্যাকব ডাফি, উইলিয়াম ও’রুর্ক।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *