খেলার খবর

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের বড় হার

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ ১-১ সমতায় থাকায় পর আজ (রবিবার) তৃতীয় ম্যাচে বিশাল ব্যবধানে হারের মুখ দেখতে হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। ৩১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় নিগার সুলতানা জ্যোতিরা।

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বেনোনিতে ২১৬ রানে জিতেছে প্রোটিয়ারা। ওয়ানডেতে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় হার। আগের বড় হারটিও ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৮ সালে কিম্বার্লিতে, ১৫৪ রানে।

টসে জিতে এদিন শুরুতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। উলভার্ট ও ব্রিটসের বিধ্বংসী উদ্বোধনী জুটিতেই তারা গড়েন ২৪৩ রানের জুটি। ওয়ানডেতে যেকোনো জুটির হিসেবেই এটি দক্ষিণ আফ্রিকার জন্য সর্বোচ্চ জুটি। এই জুটির সুবাদে ম্যাচের শুরু থেকেই এগিয়ে থাকে স্বাগতিকরা।

১৩৪ বলে এক ছক্কা ও ১৩ চারের মারে ব্যক্তিগত ১২৬ রান করেন উলভার্ট। তার সঙ্গী ব্রিটস করেন ১২৪ বলে ১১৮ রান। নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৩১৬ রানে।

অপরপক্ষে এই বিশাল রান তাড়া করতে নেমে অসহায় পরাজয় স্বীকার করতে হয় শামিমা-মুর্শিদা-জ্যোতিদের। অতি দ্রুত একের পর এক ব্যাটার সাজঘরে ফেরত যাওয়ায় জয়ের আশা ক্ষীণ হয়ে যায় বাংলাদেশের।

উইকেটের এক প্রান্ত আগলে রেখে দলকে টানতে থাকেন রিতু মনি। এই অলরাউন্ডার ৬৭ বলে করেন ৩৩ রান, যা এদিন বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ। তবে রিতুর একক প্রচেষ্টায় হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে দল

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভার; ৩১৬/৪ (উলভার্ট ১২৬, ব্রিটস ১১৮, বশ ২৮*, লিস ৩৪, ডি ক্লার্ক ০, ক্যাপ ৬*; মারুফা ৬-০-৩৫-১, সুলতানা ৫-০-৩৩-০, নাহিদা ৯-০-৬২-০, রাবেয়া ১০-০-৪৯-২, ফাহিমা ৮-০-৪৭-০, স্বর্ণা ৮-০-৫০-০, রিতু ৪-০-৩৯-১)

বাংলাদেশ: ৩১.১ ওভার; ১০০ (শামিমা ৬, ফারজানা ৮, মুর্শিদা ৮, নিগার ৩, ফাহিমা ১৫, রিতু ৩৩, স্বর্ণা ১, নাহিদা ১১, রাবেয়া ০, সুলতানা ৩*, মারুফা ১; ক্যাপ ৫-০-২১-২, খাকা ৬-০-১৫-৩, ক্লাস ৫-০-২৪-০, ডি ক্লার্ক ৫.১-২-১০-৩, এমলাবা ৬-০-১৯-০, মার্ক্স ৪-০-৬-১)

ফল: দক্ষিণ আফ্রিকা ২১৬ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: তাজমিন ব্রিটস

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী দক্ষিণ আফ্রিকা

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *