খেলার খবর

ইতিহাস গড়া জয়ে ‘অনেক খুশি’ আর ‘গর্বিত’ শান্ত

ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ডের বিপক্ষে চক্রপূরণ হয়েছে বাংলাদেশের। ২০২২ সালে প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক হারের স্বাদ দিয়েছিল বাংলাদেশ। সেবার সাদা পোশাকে বাংলাদেশের জয় মুগ্ধনয়নে উপভোগ করে বিশ্ব। এবার অন্য দুই ফরম্যাটে কিউইদের তাদের আঙিনায় হারিয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ।

বুধবার (২৭ ডিসেম্বর) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। নেপিয়ারে সব বিভাগেই বাংলাদেশের কাছে ধরাশায়ী হয়েছে কিউইরা। এমন জয়ের পর স্বাভাবিকভাবেই ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত আনন্দে আত্মহারা, ‘অবশ্যই অনেক খুশি, অনেক বেশি গর্বিত এই জয়ে। রোমাঞ্চকর অনুভূতি।’

শেষ ওয়ানডেতে জয়ের পর বোলারদের কৃতিত্ব দিয়েছিলেন শান্ত। টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য এই জয়ের পরও আগে বোলারদের প্রশংসা করলেন অধিনায়ক, ‘এটি (বোলিং পারফরম্যান্স) খুবই গুরুত্বপূর্ণ। বোলাররা দ্রুত শিখেছে। নতুন বলে শরিফুল, (তানজিম হাসান) সাকিব খুব ভালো বোলিং করেছে।’

দীর্ঘসময় পর দলে ফেরা শেখ মেহেদির ম্যাচসেরা পারফরম্যান্স নিয়েও উচ্চকণ্ঠ শান্ত, ‘শেখ মেহেদির পারফরম্যান্সে মুগ্ধ। এই কন্ডিশনে সে খুব ভালো বোলিং করেছে।’

১৩৫ রানে লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৯৭ রানে পাঁচ উইকেট হারিয়ে বসেছিল। শঙ্কার মেঘ জমতে দেখেছিলেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। কিন্ত্যু লিটন দাসের ৪২ রানের অপরাজিত ইনিংসে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। শেষের সে চাপ প্রসঙ্গে অধিনায়কের মন্তব্য, ‘এটাই ক্রিকেটের সৌন্দর্য। আমার মতে, এই ধরনের দলের বিপক্ষে এমন কন্ডিশনে এটি সবসময়ই চ্যালেঞ্জিং। তবে তাদেরকে (অল্প রানে) আটকে ফেলার পর আমরা আত্মবিশ্বাসী ছিলাম এবং ছেলেরা তা করে দেখিয়েছে।’

প্রথম ম্যাচ জিতে বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ের দিকে।এই জয় দলকে পরের দুই ম্যাচের জন্য আরও আত্মবিশ্বাসী করে তুলবে বলেই মত শান্তর, ‘অবশ্যই (নেপিয়ারের আত্মবিশ্বাস মাউন্ট মঙ্গানুইয়ে কাজে দেবে)… দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি খুবই গুরুত্বপূর্ণ। ছেলেরা এখন খুবই আত্মবিশ্বাসী। তবে আমাদের এখন পরের ম্যাচের জন্য পরিকল্পনা করতে হবে এবং আশা করব, সবাই নিজেদের কাজটা করবে।’

আগামী ২৯ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *