আন্তর্জাতিক

চীনের আইনসভা থেকে বরখাস্ত হলেন ৯ জেনারেল

ডেস্ক রিপোর্ট: পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৯ জেনারেলকে চীনের শীর্ষ আইনসভা থেকে বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে রকেট ফোর্সের শীর্ষ কর্মকর্তাও রয়েছেন। এর ফলে তারা জাতীয় প্রতিনিধির যোগ্যতা হরিয়েছেন।

খবরটি নিশ্চিত করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটি শুক্রবার (২৯ ডিসেম্বর) ওই ঘোষণা দেয়। তবে কেন তাদের অপসারণ করা হলো, এর কোনও কারণ উল্লেখ করা হয়নি।

যাদের বরখাস্ত করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন পিএলএ রকেট ফোর্সের পাঁচ শীর্ষ কমান্ডার। রয়েছেন সাবেক বিমানবাহিনীর কমান্ডারও।

অন্যদের মধ্যে দুজন সেন্ট্রাল মিলিটারি কমিশনে (সিএমসি) কাজ করেছেন, অপরজন নৌ কমান্ডার।

সিএমসি চীনের রাজনৈতিক অনুক্রমের শীর্ষ সামরিক কমান্ড সংস্থা। প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই এই সংস্থার সভাপতি।

জিনপিংয়ের সুদূরপ্রসারী দুর্নীতিবিরোধী অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল সামরিক বাহিনী।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *