খেলার খবর

এশিয়া কাপজয়ী যুবারা পাচ্ছেন লাখ টাকা বোনাস

ডেস্ক রিপোর্ট: এশিয়া কাপজয়ী করে যুবারা এখন বিশ্বকাপের পথে। তার মাঝেই সুসংবাদ পেলেন তারা। এশিয়া কাপজয়ী দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফদের বোনাস দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা গেছে, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী দলের প্রত্যেক খেলোয়াড়কে এক লাখ টাকা করে পুরস্কার দেবে বিসিবি। আর কোচিং স্টাফের সদস্যরা প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা।

বুধবার (৩ জানুয়ারি) যুব দলের ম্যানেজার সানোয়ার হোসেন গণমাধ্যমকে পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এশিয়া কাপ শেষ করার পর বড় বিরতি পাচ্ছেন না যুব ক্রিকেটাররা। আগামী ৭ জানুয়ারি তাদের ধরতে হবে দক্ষিণ আফ্রিকার। সেখানে ২০ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে যুবাদের বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশন। ২০২০ সালে বাংলাদেশ প্রথম যুবাদের হাত ধরেই বিশ্বকাপ জেতে। ২০২২ বিশ্বকাপে সে সাফল্যের পুনরাবৃত্তি সম্ভব না হলেও এবার সে সংকল্প নিয়েই বিশ্বকাপ মিশনে যাবে যুবারা।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হওয়া এশিয়া কাপ ফাইনালে স্বাগতিকদের ১৯৭ রানের ব্যবধানে হারায় বাংলাদেশ দল। এর আগে তারা ভারতকে হারিয়ে ফাইনালে উঠে। সে সাফল্যের পুরস্কারই পেলেন ক্রিকেটাররা।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *