‘ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, আমরাও তাই মনে করি’
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অবস্থা? দেশের মানুষের কাছে এটি এখন আর অজানা কিছু নাই। কালেভদ্রে যারা ক্রিকেটের খোঁজ নেন তারাও যেন অকপটে বলে দিবে, সাকিবদের ব্যাটিংয়ে এ কী হাল? সেটিরই আরেক প্রতিফলন। আরেকটি হার। টুর্নামেন্টে টানা ষষ্ঠ হার, এবং সেমির আশা পাকাপোক্তভাবে শেষ। গলদের সিংহভাগ যে ব্যাটিংয়েই তা সহসাই মেনে নিলেন দলের অন্যতম অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে দীর্ঘ এই ব্যর্থতার পর ভালো কিছুর আশায় চেয়ে আছেন তিনি, বিশ্বাস রাখছেন ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
গতকাল (মঙ্গলবার) কলকাতার ইডেন গার্ডেনসে নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারে বাংলাদেশ। তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের বিদায়। বাকি এখনো দুই ম্যাচ, তবে তা কেবলই নিয়ম রক্ষার।
বাংলাদেশের এমন পারফরম্যান্সে হতাশ সবাই। হতাশ দলের খেলোয়াড়রা। গতকালের ম্যাচে মাঠে প্রায় ২৮ হাজার দর্শক উপস্থিত ছিলে। যার বেশিরভাগই বাংলাদেশের সমর্থনে। এমন হতাশের দিনে তাদের নিয়ে কিছু বলার আছে কি-না, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, “দেখেন, হতাশ আমরা সবাই হচ্ছি। আমরা যারা খেলছি, অবশ্যই আমাদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছি না। তবে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি কীভাবে ভালো করতে পারি। বাংলাদেশের দর্শকরা সবসময় খেলা দেখেন এবং সাপোর্ট করেন। নেদারল্যান্ডের সঙ্গে হারের পরেও এই ম্যাচে আরও বেশি দর্শক হয়েছে। তারা কখনও আশা ছেড়ে দেন না। বাংলাদেশ অবশ্যই কাম ব্যক করবে, আমরাও সেটাই মনে করি।”
পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি শেষ চারের লড়াইয়ের চেয়ে মূলত ছিল চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্বে পৌঁছানোর। সেখানে হারের পর সম্ভাবনা পুরোটা শেষ না হলেও তা হয়ে পড়েছে বেশ দুরূহ। ২০১৭ আসরে চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে খেলছিল। ২০২৫ এর মূল আসরে না খেলাটা দেশের ক্রিকেটের জন্য কতটা বিপর্যয় এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, “চ্যাম্পিয়নস ট্রফি আমরা যদি না খেলতে পারি তাহলে সবারই খারাপ লাগবে। দিন শেষে আমাদের লাকটাও (ভাগ্য) কাজ করছে না। আমরা চেষ্টা করছি। কেউই খারাপ খেলতে চায় না।”
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।