আন্তর্জাতিক

সিনেট ভাষণে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট: মার্কিন কংগ্রেসে চতুর্থবারের মতো ভাষণ দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন। নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্যে আলোচিত আব্রাহাম চুক্তি সম্পাদনে ট্রাম্পের ভূমিকা অনস্বীকার্য। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) দুপুরে ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন নেতানিয়াহু। এ সময় তিনি ট্রাম্পের ওপর সম্প্রতি চালানো হামলার সমালোচনা করে বলেন, ‘যখন জানতে পেরেছিলাম তিনি জঘন্য হত্যা প্রচেষ্টা থেকে নিরাপদে আছেন ও সুস্থ হয়ে উঠেছেন, তখন স্বস্তি পেয়েছিলাম।’ নেতানিয়াহু আরও বলেন, ‘গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই।’

ক্ষমতায় থাকাকালে ইসরায়েলকে সমর্থনের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান নেতানিয়াহু। যার মধ্যে রয়েছে,মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর এবং গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ায়। যদিও এসব সিদ্ধান্ত ছিল আন্তর্জাতিক আইনে বিতর্কিত।

এদিকে ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে নতুন একটি জোট গড়ার আহ্বান জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ জোট গড়তে পারে। আমরা এটিকে আব্রাহাম জোট বলতে পারি।’

গাজায় চলমান যুদ্ধ প্রসঙ্গে ইসরাায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি আমেরিকা আমাদের পেছনে রয়েছে, এজন্য ধন্যবাদ। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র আমাদের দেশকে উদারভাবে সামরিক সহায়তা ও পরামর্শ দিয়ে আসছে। এসব অনেক জীবন বাঁচিয়ে দিয়েছে।’

মার্কিন সামরিক সহায়তা গাজা যুদ্ধের সমাপ্তি তরাণ্বিত করতে পারে এবং মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধ প্রতিরোধে সহায়তা করতে পারে এমন মন্তব্য করেন নেতানিয়াহু বলেন, ‘আমাদের দ্রুত সরঞ্জাম (সামরিক) দিন, আমরা দ্রুত কাজ শেষ করবো। আমাদের শত্রুরা আপনাদেরও শত্রু। আমাদের লড়াই আপনাদেরও লড়াই। সেই সঙ্গে আমাদের বিজয় আপনাদেরও বিজয় হিসেবে চিহ্নিত হবে। এজন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

ইসরায়েলি বন্দিদের বিষয়ে তিনি বলেন, ‘আমরা সক্রিয়ভাবে তাদের মুক্তি নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’ তবে এক ঘন্টার বক্তব্যে তিনি জিম্মি চুক্তি নিয়ে কোনো মন্তব্য করেননি। এমনকি গাজায় যুদ্ধ বিরতির আলোচনার বিষয়েও কিছুই বলেননি।

অন্যদিকে গাজায় শান্তি চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আশাবাদী বলে জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরের। নেতানিয়াহুর বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন,‘ইস্রায়েল বিশ্বাস করে তাদের বিজয় দৃশ্যমান। তবে রাষ্ট্রপতি (বাইডেন) শান্তি চুক্তির সম্ভাবনা সম্পর্কে আশাবাদী।’

এদিকে নেতানিয়াহু যখন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন, তখন ওয়াশিংটনে ক্যাপিটল ভবনের বাইরে হাজারো মানুষ বিক্ষোভে সামিল হন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা আমেরিকান পতাকা ও ইসরায়েলের প্রধানমন্ত্রীর মূর্তি পোড়ান। এ পর্যন্ত তাদের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *