খেলার খবর

নাদালের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন জকোভিচ

ডেস্ক রিপোর্ট: এ যেন বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল-আর্জেন্টিনা কিংবা ভারত-পাকিস্তানের মুখোমুখি হয়ে যাওয়া। ঠিক তেমনই বিষয় দেখা যাচ্ছে প্যারিস অলিম্পিকের টেনিস পুরুষ এককে। দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি হয়ে যাচ্ছেন নোভাক জকোভিচ আর রাফায়েল নাদাল। 

জকোভিচ এবার সোনার অভিযান শুরু করবেন অস্ট্রেলিয়ার ম্যাথিউ এবডেনের বিপক্ষে খেলে। ওদিকে নাদাল প্রথম রাউন্ডে খেলবেন হাঙ্গেরির মারটন ফুকসোভিচের বিপক্ষে খেলে। এই রাউন্ড পেরিয়ে গেলেই দুইজন মুখোমুখি হবেন দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে। 

১৮ বছরে ৫৯ বার দুজন মুখোমুখি হয়েছেন। এবারও হলে তা দুজনের ৬০তম সাক্ষাৎ হবে যে কোনো আসরে।

লড়াইয়ের কোর্টে নামার আগে জকোভিচ জানালেন, নাদালের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন তিনি। তার ভাষ্য, ‘দ্বিতীয় রাউন্ডের এই দ্বৈরথের জন্য তর সইছে না আমার। এই লড়াইয়ে আমি আমার সর্বোচ্চটা দিয়ে লড়ব।’

তবে তা ছাপিয়ে তার কাছে বড় হয়ে উঠছে তার দেশের প্রতিনিধিত্ব করার বিষয়টাই। তিনি বলেন, ‘আমি অলিম্পিক গেমসের তাৎপর্য কী, তা আমি জানি। আমি আমার দেশের প্রতিনিধিত্ব করছি। যা আমার দায়িত্ব বাড়িয়ে দেয়। সঙ্গে আরও বেশি চাপেরও বিষয়টা।’

২০০৮ বেইজিং অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন জকোভিচ। এবার নিশ্চয়ই সে অর্জনটাকে ছাপিয়ে যেতে চাইবেন জকোভিচ।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *