বিনোদন

ইন্টারনেট বন্ধে বড় অংকের ক্ষতির পথে ওটিটি

ডেস্ক রিপোর্টঃ কোটা সংস্কার আন্দোলনের জেরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশজুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। এরপর পরিস্থিতির আরও অবনতি হলে বৃহস্পতিবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিসেবাও বন্ধ হয়ে যায়। বর্তমানে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ধীরগতির কারণে সমস্যায় পড়তে হচ্ছে। এর ফলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে অনলাইননির্ভর ওটিটিসহ বিনোদন প্ল্যাটফর্মগুলো। বিনোদন দুনিয়ার সংশ্লিষ্টরা ধারণা করছেন, ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যাবে।

দেশে ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে বর্তমানে সক্রিয় রয়েছে বঙ্গ, চরকি, আইস্ক্রিন, দীপ্ত প্লে, বিঞ্জ, বায়োস্কোপ ও হইচই। এছাড়া ‘ক্লাব ১১’, ‘সিএমভি’, ‘জি-সিরিজ’সহ অসংখ্য বিনোদন প্লাটফর্ম রয়েছে- যারা প্রাতিষ্ঠানিকভাবে নাটক নির্মাণ করে ইউটিউবে সম্প্রচার করে।

দেড় বছর বয়সী ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেও অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছে, বার্তা২৪.কমকে এমনটাই জানালেন প্রতিষ্ঠানটির হেড অব ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম। তিনি বললেন, ‘আমরা সাবস্ক্রাইবার সংগ্রহ করছি। সাবস্ক্রাইবারদের কথা ভেবে নতুন কনটেন্টেও বিনিয়োগ করছি। চলতি মাসে একাধিক নতুন কনটেন্টের শুটিংও শুরু করেছিলাম। নতুন একটি কনটেন্ট মুক্তিও দিয়েছিলাম। এসব থেকে যে রিটার্ন আসার কথা, তা পিছিয়ে গেল। আমরা আরও রেভিনিউর জন্য নতুন কিছু পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গেও আলাপ করছিলাম, কয়েকটি সার্ভিস প্রোভাইডারের সঙ্গেও আলাপ চলছিল—নতুন প্ল্যাটফর্ম হিসেবে সবকিছুতে একটা বড় ধাক্কা খেলাম। আর্থিক ক্ষতি বিবেচনায় এই কয় দিনে ৭০-৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও ওটিটি একটি বড় মাধ্যম হলো ফেসবুক। আর ফেসবুকের মাধ্যমে আমরা দর্শকের আগ্রহ বেশি পেয়ে থাকি।ইন্টারনেট সেবার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম আগের অবস্থায় না ফিরে এলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।’

জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’র প্রতিদিন অন্তত ৮ থেকে ১০ লাখ টাকার লোকসান গুণতে হচ্ছে। প্ল্যাটফর্মটির চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বার্তা২৪.কমকে বলেছেন, ‘আমরা মাত্রই একটা ওয়েব সিরিজ ইউটিউবে ছেড়েছিলাম, তারপরই ইন্টারনেট বন্ধ হয়ে গেল। এছাড়া ৪টা সিঙ্গেল নাটক, ২টা ধারাবাহিক এবং ২টা সিনেমা অনএয়ার করার পরিকল্পনা ছিল। সেগুলো তো আর সম্ভব হয়নি। ইন্টারনেট বন্ধের কারণে বড় রকম আর্থিক ক্ষতির মুখে পড়েছে সবাই। শত কোটি টাকা ছাড়িয়ে যাবে, বলে তার ধারণা।’

সম্প্রতিক সময়ে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি নতুন সিনেমা, সিরিজ উপহার দিয়ে দর্শকের কাছে জনপ্রিয়ও হয়ে উঠছিল। তবে ইন্টারনেট বন্ধের কারণে বড় ধাক্কা খেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।

চরকি অন্তত ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষতির মুখে পড়বে বলে জানা গেছে। এর প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি প্রতিষ্ঠার তিন বছর পেরিয়ে চারে পড়েছে। প্রতিবছর ১২টি করে ছবি মুক্তি দিয়েছে। এসেছে নতুন নতুন সিরিজও। প্রতিনিয়ত নতুন সাবস্ক্রাইবার তৈরি হয়েছে চরকির। ইন্টারনেট সেবা না থাকায় অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি সাবস্ক্রাইবার কমার আশঙ্কা করছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি বললেন, ‘আমাদের ক্ষতির পরিমাণ ব্যাপক। আমাদের প্রতিষ্ঠান চরকি প্রতি মাসে একটা বড় কনটেন্ট রিলিজ করে, হোক তা সিনেমা কিংবা সিরিজ। এই সময়ের মধ্যেও আমাদের একটা সিনেমা মুক্তি দেওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে তা পারিনি। সব মিলিয়ে আমাদের মনে হয়েছে, ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষতি হয়ে গেছে, যেটা পুষিয়ে আনা কষ্টসাধ্য। সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *