সারাদেশ

ইউনেস্কোর নির্বাহী পরিষদে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেন, বিএনপি নির্বাচন করতে দেবে না বলেছেন। কিন্তু এ দেশে নির্বাচন হবে এবং শেখ হাসিনার নেতৃত্বেই হবে। তিনি ক্ষমতায় থাকবেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন এবং সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীতে আবার শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবেন। ক্ষমতায় আসতে হলে নির্বাচনে আসতে হবে। কিন্তু তারা রাজনীতির খেলায় হেরে গেছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকালে মাদারীপুরের রাজৈর উপজেলার শানেরপাড় এলাকায় উপজেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি নেতারা গাড়ি পোড়াবে, শ্রমিকদের মারবে, পুলিশ মারবে আর আমরা আঙুল চুসবো! তা হবে না, আমরা প্রতিশোধ নেয়া লোক। তাদের অপশক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে তাদের বাড়ি ঘেরাও করবো।

শাজাহান খান বলেন, ২০১৫ সালে মুক্তিযোদ্ধা, শ্রমিক, কর্মচারীসহ সকলে ঐক্যবদ্ধ হয়ে খলেদা জিয়ার অফিস ঘেরাও করতে গুলশানে যাওয়ার সময় আমাদের উপর সিরিজ বোমা মারে বিএনপি। এ সময় ২৯ জন নেতাকর্মী আহত হয়। আমি মিছিলের সামনে ছিলাম, আমার সামনেও বোমা পড়ে। এরপরও আমরা পিছু হটি নাই, খালেদা জিয়ার অফিস পর্যন্ত গিয়েছিলাম। পরেরদিন জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা করলাম সেখানেও বোমা মারলো। তারপর মুক্তিযোদ্ধাদের নিয়ে ট্রাক মিছিলে, মতিঝিলে জাতীয় পতাকা মিছিলে, আমার গাড়িতে এবং বাড়িতেও বোমা মারলো তারা। আমরা না হটায় আমাদের আন্দোলনে ৯৩ দিনের মাথায় খালেদা জিয়াকে পরাজিত হয়ে ফিরতে হয়েছিল।

এ সময় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহাবুদ্দিন শাহার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা আ. লীগ সদস্য শাকিলুর রহমান সোহাগ তালুকদার, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, উপজেলা আ. লীগের যুগ্ম-আহ্বায়ক আ.ফ.ম ফুয়াদ, যুগ্ম-আহ্বায়ক ফরিদা হাসান পল্লবী, নুরজাহান পারুল, ছালাম মাতুব্বর, শান্তি রঞ্জন দাস, এডভোকেট হিরু, হায়দার হোসেন ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রমুখ। 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *