খেলার খবর

চালকের অবস্থানে থেকেই চতুর্থ দিনে নামবে শান্তরা 

ডেস্ক রিপোর্ট:  

দ্বিতীয় সেশনের শুরুর চার ওভার বাদে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রায় সময়ই ছিল বাংলাদেশের দখলে। দিনের শুরুতেই পিচে থিতু হওয়ার আভাস দিচ্ছিলেন কিউই টেইল এন্ডাররা। সেখানে আরও একবার বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি দেখান নাজমুল হোসেন শান্ত। ফের বল থামান ‘গোল্ডেন আর্ম বয়’ মমিনুলের হাতে। সেখানে আরও একবার বাজিমাত দেখিয়ে কিউইদের নামমাত্র লিড দিয়ে থামায় স্বাগতিকরা।

প্রথম সেশনে ব্যাট করতে নেমে একদম ধীর গতিতে, আসল টেস্ট মেজাজে এগোতে থাকেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। তবে বিপত্তি নামের দ্বিতীয় সেশনের শুরুতেই। আরও একবার অফ-স্পিন জুজুতে সাজঘরে ফেরেন জাকির। পরের ওভারেই দুর্ভাগার শিকার, নন-স্ট্রাইক প্রান্তে রান আউটে কাটা পড়ে ফেরেন জয়ও। 

২৬ রানেই দুই ওপেনারের উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় স্বাগতিকরা। বোলিং-ক্যাপ্টেন্সির সেই সাবেক-বর্তমান অধিনায়ক যুগল, মমিনুল-শান্ত নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দেন ব্যাটিংয়েও। চাপ সামলে দলকে নিয়ে যেতে থাকেন শক্ত অবস্থানে। ভুল বোঝাবুঝিতে রান আউটে মমিনুল ফেরার আগে তাদের জুটি দাড়ায় ৯০ রানে। 

তবে এদিন থামেননি শান্ত, লাল বলে ক্যাপ্টেন্সির অভিষেক, রাঙাতে চলেছেন দারুণ কিছু দিয়ে। ক্যাপ্টেন্সির অভিষেক ম্যাচে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তুলে নেন শতক, সামনে এবার বড় সংগ্রহ গড়ে জয়ের দিকে হাতছানি। 

মমিনুল ফেরার পর শান্তকে যোগ্য সঙ্গ দিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ৪৩ রানে অপরাজিত আছেন তিনি। অন্যদিকে, চতুর্থ দিনে শান্ত ব্যাট করবেন ব্যক্তিগত ১০৪ রান থেকে। আগের দিন ৬৮ ওভারে ৩ উইকেটে ২১২ রান নিয়ে দিন শেষ করে শান্তর দল। কিউইদের থেকে এগিয়ে আছে ২০৫ রানে। 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *