সারাদেশ

নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ২৬১ আসনে

ডেস্ক রিপোর্ট: নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ২৬১ আসনে

ছবি: বার্তা২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। সেখানে ৩০০ আসনের মধ্যে ২৬১ আসনে নৌকা প্রতীকে প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিষয়টি জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

রোববার (১৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। 

জাপা ও শরিকদের ৩২ আসন ছাড়ল আওয়ামী লীগ

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিক ও জাতীয় পার্টির জন্য ৩২টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এরমধ্যে ১৪ দলের শরিকদের ৬টি ও জাতীয় পার্টিকে ২৬টি আসন ছেড়ে দেওয়া হয়েছে।

আগারগাঁওয়ে ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। সেখানে ৩০০ আসনের মধ্য ২৬১ আসনে নৌকা প্রতীকে প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

;

দেশে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী

ছবি: বার্তা২৪.কম

সমস্ত ষড়যন্ত্রকে উপড়ে ফেলে দেশে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে। জনগণের ব্যাপক অংশগ্রহণে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন আমরা দিতে পারব বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মিডিয়া ফর ডেভেলপমেন্ট এন্ড পিস আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজনীতির নামে জ্বালাও পোড়াও বন্ধ নাশকতা বন্ধ বন্ধের দাবিতে সমাবেশ করে সংগঠনটি।

হাছান মাহমুদ বলেন, বিএনপি যেভাবে পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে আইসিইউ অ্যাম্বুলেন্সসহ ১৯টি গাড়ি পুড়িয়ে দিয়েছে সেটি ইসরায়েলি বাহিনীর বর্বরতাকেই মনে করিয়ে দেয়। সেখানে শুধু গাড়ি পুড়িয়েছে তা নয়, সেখানে নার্সদেরও অপদস্থ করা হয়েছে। আমাদের দলের নারী কর্মীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল, তখন তাদের কাপড় ধরেও টানাটানি করেছিল।

তিনি আরও বলেন, ৩২ জন সাংবাদিককে তারা পিটিয়েছে, আহত করেছে। একজন সাংবাদিককে মাটিতে ফেলে সাপ পেটানোর মতো যেভাবে পিটিয়েছে সেটা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এটি কোনো রাজনীতি নয়, এটি হচ্ছে জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড। তাদের এই ধরনের আগুন সন্ত্রাস, বাস ড্রাইভার-হেলপারকে পুড়িয়ে হত্যা করা, গাড়ি জ্বালিয়ে দেয়া এগুলো কোনো রাজনীতি নয়। এগুলোকে অপরাজনীতি বললেও ভুল হবে। পৃথিবীর কোথাও গত কয়েক দশকে রাজনীতির নামে এমন নৃশংসতা হয়নি, যেটা বিএনপি-জামায়াত করছে।

তথ্যমন্ত্রী বলেন, একটি গাড়ি বা বাস পুড়িয়ে দেয়া মানে একটা পরিবার পুড়িয়ে দেয়া। একটি পরিবারের স্বপ্নকে পুড়িয়ে দেয়া। এই গাড়ি-ঘোড়ায় যারা চলাচল করে তারা সাধারণ মানুষ। তারা রাজনীতি বুঝে না, রাজনীতি করে না। এদের উপর যারা হামলা চালায় তারা কীসের রাজনীতি করে? এরা দেশের শত্রু, সমাজের শত্রু, রাষ্ট্রের শত্রু। আমাদের সবাইকে এদের প্রতিহত করতে হবে। তাদের এই বর্বরতা আর চলতে দেওয়া যায় না। তাদের এই নৃশংসতা আর চলতে দেওয়া যায় না। আমরা এই আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ।

;

নির্বাচনে যাচ্ছে না জাকের পার্টি

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় সব আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছে নিয়েছেন জাকের পার্টির সকল প্রার্থী।

রোববার (১৭ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। জেলার ৬টি আসনে ৬জনের মধ্যে ৫জন প্রার্থী উপস্থিত থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। একজন দেশের বাইরে থাকায় অনলাইনের মাধ্যমে চিঠি পাঠিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন।

মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে জাকির হোসেন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে সেলিম কবির, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে জামসেদ মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে আব্দুল আজির।

জেলা জাকের পার্টির সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থী জাকির হোসেন চৌধুরী বলেন, আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশের সব আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছি। ব্রাহ্মণবাড়িয়ায় আমরা ৫ জন প্রার্থী উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহার করেছি। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের প্রার্থী দেশের বাইরে থাকায় অনলাইনে আবেদন করে প্রত্যাহার করেছেন।

তিনি বলেন, দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা মনোনয়ন প্রত্যাহার করেছি। নির্বাচন কমিশনের প্রতি আস্থা আছে কিনা তা বুঝতেই পারছেন। আমরা কোনো নেগোসিয়েশনের (সমঝোতা) নির্বাচনে অংশ নিব না।

;

নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি

ছবি: বার্তা২৪.কম

জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে। কিছু সিনিয়র নেতাদের আসনে সমঝোতা হচ্ছে বা হবে। পরে জানানো হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।

মুজিবুল হক চুন্নু বলেন, আমরা ২৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো। আমাদের মনোনীত প্রার্থীদের প্রতীক বরাদ্দের চিঠি দিয়ে দেওয়া হচ্ছে। তারা যেনো আগামীকাল নির্বাচন কমিশনে গিয়ে প্রতীক বরাদ্দ গ্রহণ করতে পারে। পার্টির চেয়ারম্যানের নির্দেশে সবাইকে ভোটের মাঠে থাকার জন্য বলছি। ভোট যেনো উৎসবমুখর হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চেয়েছিলাম। সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে। আমরা তাদের আশ্বাসে আশ্বস্ত হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের কিছু কৌশল থাকে। আমাদেরও কিছু কৌশল রয়েছে। তবে এ বিষয়ে এখনই কিছু জানাতে চাই না। সময় হলেই জানানো হবে।

এর আগে, দুপুর পৌনে ১টার দিকে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, নির্বাচন করবো কি, করবো না তা আজকের মধ্যে পরিষ্কার হওয়া দরকার। পার্টির চেয়ারম্যান সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলছেন বিকেলের মধ্যে জানাতে পারবো।

নানা নাটকীয়তার মধ্যদিয়ে নির্বাচনে আসা জাতীয় পার্টি ২৯৪ আসনে দলীয় মনোনয়ন দেয়। দলীয় টিকিট পেলেও ৬ জন প্রার্থী শেষ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল থেকে বিরত রয়েছেন। নির্বাচন কমিশন বাছাই শেষে ২৭২ আসনে জাপার প্রার্থীদের বৈধ ঘোষণা করেছে। আপিল শেষে ২৮৩ আসনে প্রার্থী রয়েছে জাপার। অন্যদিকে ছেলে সাদ এরশাদের আসন নিয়ে টান দেওয়া এবং অনুসারীদের মনোনয়ন নিশ্চিত না হওয়ায় ২৯ নভেম্বর নির্বাচন থেকে সরে দাঁড়ান রওশন এরশাদ।

আসন সমঝোতা নিয়ে কয়েকদিন ধরেই দর-কষাকষির চলছিল। দফায় দফায় বৈঠকও চলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের মধ্যে। জাতীয় পার্টির পক্ষ থেকে ৭০ আসনের তালিকা দিলেও আওয়ামী লীগ প্রায় ৩০টি আসন নিয়ে দর-কষাকষি চলছে বলে গুঞ্জন রয়েছে। তবে সিনিয়র নেতাদের আসন নিয়ে জটিলতার খবর রটে গেছে। জাপার ছাড় দেওয়া আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের সরিয়ে নেওয়ার শর্ত দিয়েছে। কিন্তু আওয়ামী লীগের বক্তব্য হচ্ছে স্বতন্ত্রের বিষয়ে তাদের কিছু করার নেই।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *