সারাদেশ

বৃহস্প‌তিবার জার্মা‌নি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বৃহস্প‌তিবার জার্মা‌নি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্প‌তিবার জার্মা‌নি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের পর এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্প‌তিবার (১৫ ফেব্রুয়া‌রি) মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মা‌নি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে হতে যাওয়া মিউনিখ সিকিউরিটি সম্মেলনের ৬০তম আসরে অংশ নেবেন। এসময় তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থা তুলে ধর‌বেন।

মিউ‌নি‌খ স‌ম্মেল‌নে যোগ দেয়ার পাশাপা‌শি সরকারপ্রধান বেশ কয়েকজন সরকারপ্রধানসহ অন্যদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এর মধ্যে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠক করবেন শেখ হা‌সিনা।

এর আগে ২০১৭ ও ২০১৯ সালে মিউনিখ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সম্মেলনে এটি হবে তার তৃতীয় অংশগ্রহণ। আর নতুন সরকা‌র গঠনের পর এ‌টি হ‌বে প্রধানমন্ত্রীর প্রথম বি‌দেশ সফর। 

র‌্যাব সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় মাদক বিরোধী অভিযানের সময় র‌্যাবের উপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলাকারীরা র‌্যাব এর তিন সদস্যকে কুপিয়ে আহত করে ইউনুস আলী (৪০) নামের এক মাদক মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহত ইমরান হোসেন (৩৫) নামে র‌্যাব ১ এর এক কনস্টেবলের নাম পাওয়া গেলেও বাকিদের তথ্য পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার র‌্যাব-১ ও নরসিংদীর র‌্যাবের ১১ এর একটি যৌথ দল মাদক বিরোধী অভিযানে নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকায় অভিযান চালায়। এ সময় নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী গ্রামের মাদক ব্যবসায়ী ইউনুস আলী (৪০) কে আটকের পর নিয়ে আসার সময় তার আত্মীয় স্বজন ও তার পক্ষের লোকজন ব্যারিকেড দিয়ে র‌্যাবের উপড় হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় র‌্যাবের কনস্টেবল ইমরান হোসেনের হামলাকারীদের কোপে মাথায় ও হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া দুই র‌্যাবের আরও সদস্য গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়। 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন জানান, র‌্যাবের মাদক বিরোধী অভিযানে আসামি ধরে নিয়ে আসার সময় তাদের উপর হামলা হয়েছে। এতে তিন র‌্যাব সদস্য আহত হয়েছে। ইতিমধ্যে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

;

বসন্তে বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর রাজধানী ঢাকাসহ, রংপুর, রাজশাহী ও খুলনা এই চার বিভাগের কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন (বসন্তের প্রথম দিন) ও ভালোবাসা দিবসের প্রথম দিনের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস আরও জানায়, এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

;

ঘোড়াশালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান

ছবি: বার্তা ২৪.কম

‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পৌর কমিটির’ আয়োজনে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক’ ঘোড়াশাল পৌরসভা পর্যায়ের পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার সমবায় আদর্শ বিদ্যা নিকেদন প্রাঙ্গনে এই পদক প্রদান অনুষ্ঠিত হয়।

ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষারের সভাপতিত্বে নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)সিলভিয়া স্নিগ্ধা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজি।

এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে ঘোড়াশাল পৌর এলাকার ১৬টি বিদ্যালয়ের ৪ হাজার শিক্ষার্থী ৫৪টি প্রতিযোগিতায় অংশগ্রহন করায় ১৬২ জন শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

এসময় পৌরসভার কাউন্সিলর ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

;

সরাইলে পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ছবি: বার্তা ২৪.কম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সহজে পুষ্টি চাহিদা পূরণে কার্যকরী পরামর্শ’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত সেমিনারে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়ার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আবাসিক চিকিৎসক) ডা. কামরুল হাসান ও মেডিকেল অফিসার ডা.আব্দুল্লাহ আল মুক্তাদির।

এ সময় বক্তারা বলেন, সুস্থ ও সুষ্ঠুভাবে বেড়ে উঠতে হলে সকল নাগরিকের পুষ্টি চাহিদা পূরণ করতে হবে। বিভিন্ন প্রতিকূল ও পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের পুষ্টি চাহিদা পূরণে বিকল্প পন্থা উদ্ভাবন এবং তা সহজে সকলের কাছে পৌঁছে দিতে আমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাদারিত্ব বজায় রেখে সুস্থ সমাজ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.পারভেজ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. জান্নাত বেগম, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মো. খায়রুল হুদা চৌধুরী বাদল, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিমা উদ্দিন, উপজেলা ইপিআই টেকনিশিয়ান মো. আলামিনসহ উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *