আন্তর্জাতিক

ইউক্রেন প্রশ্নে মেলোনির অবস্থানকে স্বাগত জানালেন বাইডেন

ডেস্ক রিপোর্ট: মার্কিন সহায়তার ভবিষ্যত নিয়ে উদ্বেগের মধ্যেই হোয়াইট হাউসে এক বৈঠক শেষে শুক্রবার (১ মার্চ) ইউক্রেনের প্রতি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অটল সমর্থনকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ইতালির কট্টর ডানপন্থী নেতা মেলোনি এবং যুক্তরাষ্ট্রের প্রবীণ ডেমোক্র্যাট নেতা বাইডেনের মধ্যে উষ্ণ সম্পর্ক বিরাজ করছে বলে জানিয়েছে রয়টার্স।

বিশ্লেষকদের মতে, ইউক্রেনে রুশ আক্রমনের বিরুদ্ধে লড়াইয়ে মেলোনির দৃঢ় অবস্থানের কারণে এ সম্পর্ক জোরদার হয়েছে।

৮১ বছর বয়সি বাইডেন হোয়াইট হাউসের ওভাল অফিসে ৪৭ বছর বয়সি মেলোনির সঙ্গে বৈঠকে বলেন, ‘আমি ইউক্রেনের প্রতি ইতালির অটুট সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই।’

বাইডেন মেলোনিকে আশ্বস্ত করেন যে, তিনি ইউক্রেনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০ বিলিয়ন ডলারের গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা ব্লক না করার জন্য কংগ্রেসে রিপাবলিকানদের অনুরোধ করছেন।

কিয়েভের কাছে অস্ত্রের ঘাটতিজনিত অচলাবস্থার সুযোগে রাশিয়া সম্প্রতি লড়াই তীব্র করার যে প্রচেষ্টা চালাচ্ছে, তাতে মস্কোর আরও উচ্চাকাঙ্খার আশঙ্কা ওয়াশিংটনের ইউরোপীয় মিত্রদের উদ্বিগ্ন করেছে।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে প্রথম সফরের পর এটি ছিল হোয়াইট হাউসে মেলোনির দ্বিতীয় সফর।

এদিকে, গ্রুপ অফ সেভেন (জি-৭) শীর্ষ সম্মেলনে রাষ্ট্রগুলোর মধ্যে পর্যায়ক্রমিক নেতৃত্বে রয়েছে ইতালি। মেলোনি বলেন, ‘জুন মাসে ইতালির শীর্ষ সম্মেলনে আলোচ্যসূচির শীর্ষে থাকবে ইউক্রেন প্রসঙ্গ।’

বাইডেনের সঙ্গে সুর মিলিয়ে মেলোনি বলেন, ‘আমরা সর্বাগ্রে ইউক্রেনের স্বাধীনতা রক্ষা ও শান্তির নিয়মভিত্তিক আন্তর্জাতিক আদেশকে পুনরায় নিশ্চিত করতে চাই।’

বৈঠকের পর হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ‘মেলোনি ইউক্রেনের জন্য টেকসই মার্কিন সমর্থনের তাৎপর্যের উপর জোর দিয়েছেন।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *